আমাদের কথা খুঁজে নিন

   

গরীবের মাথায় কেন ঠাডা পড়েনা

জীবন েযখােন েযমন

গতকাল গুলশান লেকের পার দিয়ে (বাজারের)পাশ দিয়ে হেটে হেটে অফিস থেকে বাসায় ফিরছিলাম, এক লোক পিয়াজের দাম জিজ্ঞেস করল, বিক্রেতা বলল ৬০ টাকা, জিঝ্ঞেস করলে ইন্ডিয়ান টা কত, বিক্রেতা বলল ৬০টাকা, ক্রেতা বলল , দুটো দামই এক হবে কেন? িবক্রেতা বলল গতকালই এটা ৫৫ টাকা বিক্রি করলঅম আজকে দাম বেড়ে গেছে। ক্রেতা বলল আরারে গরীবের মাথায় কের ঠাডা পড়েনা, সব কিছু বড় লোকেরা খাক, গরীব সব মরে যাক। মন্তব্য প্রয়োজন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।