বিধাতা দেয়নি ভিখারী জাতিকে বাছাইয়ের কোনো ক্ষমতা। আমরা সবাই কম বেশি গান শুনি। মাঝে মধ্যে গাড়ি তে,রেডিও,কোন নাটকে অথবা বন্ধুর বাড়িতে এমন কিছু গান শুনি,যা অসম্ভব ভাল লেগে যায়। পরে যখন ঐ গান টি শুনার ইচ্ছা করে তখন শিল্পীর নাম জানি না আবার গানের শিরোনাম কি তাও জানি না। তাই আমাদের ভাল লাগার ঐ গান টি শুন তে পারি না।
তাই আমি অনেক দিন ধরেই এমন একটি অ্যাপস খোজছিলাম,নাম না জানা আমি যে গান টি শুন তেছি সেই শিল্পী র নাম ও গানের শিরোনাম কি তা বলে দিবে।
ঠিক এরকম ই একটা অ্যাপস অ্যানড্রইড এ খোজে পেয়েছি। অ্যাপস টি আপনার অ্যানড্রইড ফোনে ইন্সটল করার পর আপনি যখন যে গান টি শুনবেন সেই গানের শিরোনাম,গানের শিল্পীর নাম তা লিসেনিং এর মাধ্য মে আপনাকে খোজে বের করে দিবে।
যারা আগে ডাউনলোড করেছেন তাদের কে কিছু বলার নাই। যারা করেন নাই তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।