বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা
কিছু কিছু গান এমন আছে যে... সুর, কম্পোজিশন বা গায়কী সব বাদ দিলেও তা গেঁথে যায়, ভালো লাগে - শুধুমাত্র কথার গুণে । একটু ভিন্ন স্বাদের গান । কিছুক্ষণ শুনলে মনে হয় জীবন পাত্রে আরও কিছু শক্তি সঞ্চিত হলো – অনেকটা ‘তোমার জীবনী পাত্র উছলিয়া মাধুরী করেছ দান’ এর মত । আমার ভালো লাগা এরকম কিছু গান থেকেই আজ তার একটি তুলে দিলাম ।
অনেকদিন ধরেই গানের এই কথাগুলো ব্লগের ব্লগ বন্ধু+ভালো মানুষদের সাথে শেয়ার করার জন্য মনটা আনচান করছিলো ।
অবশেষে অনেক সময় ধরে অল্প কিছু কাঠ খড় পুড়িয়ে মুক্তি পেলো 'মোহনবাঁশি শীষ বাজালেই পথের মাঝে থেমো না' ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না; বন্ধু তোমার । ।
এই যে পথের ক্লান্তিগুলো... ধূলিকণাই সবকিছু নয়
বাঁক পেরোলেই দেখতে পাবে ঝর্ণাধারা বয়ে যায় ।
।
এই যে পথের ক্লান্তিগুলো... ধূলিকণাই সবকিছু নয়
বাঁক পেরোলেই দেখতে পাবে ঝর্ণাধারা বয়ে যায় । ।
পথ চলাতেই শ্রান্তি আসে, তাকে কাছে টেনো না
মোহনবাঁশি শীষ বাজালেই পথের মাঝে থেমো না । ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না;বন্ধু তোমার ।
বুক চাওয়া থেকো যা পেয়েছো...ক্ষুদ্র সে তো নয় গো নয়
আর যা কিছু পেলে না আজ তাই যেন গো সবার হয় । ।
বুক চাওয়া থেকে যা পেয়েছো...ক্ষুদ্র সে তো নয় গো নয়
আর যা কিছু পেলে না আজ তাই যেনো গো সবার হয় । ।
আঙুলে গুণে লাভের হিসেব মানব জনম চলে না
জীবন তরীর মাঝি হলে,সঙ্গী কাউকে খুঁজো না । ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না ।
বন্ধু তোমার বুকের কান্না, চোখের মাঝে এনো না
চোখের মাঝে স্বপ্ন আছে, দৃষ্টি ঝাপসা করো না,বন্ধু তোমার ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।