আমাদের কথা খুঁজে নিন

   

গৃহবাদী রাধা কাঁদে আয়েডিনহীন ভেজাল লবনে

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

বেপরোয়া বৈশাখী আক্রোশে দেহ জমে গেলে আসে শিহরণ। সে রাধার চোখ ফোটে আমার দর্শনে, সংস্কারে আইহনে ডুবে থাক তার গৃহবাদ। ওই মনে দ্বিধা ও কালবৈশাখÑ বজ্রপাতে মৃত ও স্থির তোমার তালগাছ; জেদবাড়ি সীমানায় । শুনেছি সেখানে কেবল অবিশ্বাস নামে পেত্নী বাস করে। পরজন্মে পরকীয়া তোমার নিয়তি।

ঠাঁই নাই, ঠাঁই নাইÑ কান্নায় ডুবেছে গৃহস্থালী তরী। গৃহবাদী রাধা কাঁদে আয়েডিনহীন ভেজাল লবনে। জলে ভাসা পৃথিবীটা জলো হওয়া স্বাভাবিক। চুলের শাসনে বসে সামরিক আদালত; যা-ই রায় দিক কোর্টমার্শালÑ মৃত সে তালগাছটি সাংবিধানিকভাবেই তোমার। আমি মধুরায় গড়ে তুলেছি বৃন্দাবন অন্য কোনো কৃষ্ণলীলায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।