আমাদের কথা খুঁজে নিন

   

চতুস্পদি শনির দশা

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com

১। ভ্যাপসা বাতাস, সূর্যের কড়কতা ধূলি ভরা হাওয়া, সস্তা সিগেরেট মুখে ধরা ফিটফাট পোশাকের নিচে লাল ঘামাচি ভরা। মুড অফ এই দুপুরে, দোকানির কাছে আবদার শীতল পানির বাকীর পয়সা,বাকী তাই আবার বিভিন্ন বিষয়ের অবতারণা, এদিক থেকে ওটা মনের ভিতর আমার বুলি, তোমার পাছায় আমার এটা। ২।

কর্মব্যস্ততা এখন কর্মখোঁজায় জীবন ভরা শুধু হতাশায় বিভিন্ন অফিসের কর্মবিজ্ঞপ্তি, বিরাট বিরাট কর্মকর্তার মুখভরা সব বুলি আসল বিষয়ে প্রসঙ্গ পরিবর্তন,এদিক থেকে ওটা তোমার পাছায় আমার এটা। ৩। প্রমিকার আবেদন; সাপ্তাহিক তারা হোটেলের খরচা রাত হতেই শুরু মিসকলের কচকচানি। মিষ্টি ভাষায় মিছরির ছুরি সকালের নাস্তায় শুধু শুকনা মুড়ি। ।

পরের সপ্তাহে অন্যের সাথে বিয়া; আর,আমার নস্টালজিয়া। নতুন প্রমিক তোমায় খায় অকারণে নয়, আমারটাও তোমার পাছায়। ৪। বন্ধু বান্ধবের মজা; লক্ষ্যহীন জীবন প্রচন্ড ঘোরের মাঝে কিছু তরল সেবন গরীব ঘরের প্রচন্ড অভিশাপ,অব্যর্থ শিরোধার্য ভূলে গেছি বৃষ্টির স্বাদ আর শীতল হাওয়ার স্পর্শ তরল সেবনও অর্থকষ্টে অসম্ভব খরচো। সস্তা ইমোশন শুন্যে যায়, মনে আত্মহননের অভিপ্রায় আমারটা থাক এখন আমারটায়।

তাসের ঘরে থেকেই বুঝি, এটা সম্ভব নয় অপেক্ষ্যমান পথিক আমি। স্বপ্নেই পড়ে রয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.