আমাদের কথা খুঁজে নিন

   

@শাওয়ালের ছয়টির প্রতিদান পুরো বছরের সিয়াম সাধনা

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

পূর্ববর্তী উম্মাতের মত বিশাল জীবন তো আমাদের নেই, তাই দয়াময় আল্লাহ্ এই উম্মাতের জন্য কত সুন্দর ও সহজ ব্যবস্থা করে দিয়েছেন; এগুলো জানতে পারলে মাথাটা আপনাতেই নত হয়ে আসে। আসলেই মহান আল্লাহ্ তা'আলা আমাদের জন্য কঠিন করতে চান না দ্বীন বা জীবন ব্যবস্থাকে, তিনি সহজ করতে চান এবং তা সর্বক্ষেত্রেই। আর এসবই যে আল্লাহর ভালবাসা তাঁর বান্দাদের প্রতি, তা যদি আমরা সঠিকভাবে জানতে ও বুঝতে পারতাম, তবে আমাদের জীবন জোড়া এত দুঃখ থাকতো না। আমাদের হতাশাগুলো একমাত্র মূল কারণ এ ছাড়া অন্য কিছু নয় যে, আমরা আমাদের দয়মায় প্রতিপালক আল্লাহ্ তা'আলাকে চিনতে ও জানতে পারিনি, আমরা পারিনি তাঁর মহানত্ব ও বিশালত্বকে উপলব্দি করতে, এমনকি পারিনি তাঁর অসীম দানের খোঁজ-খবরটুকুও জানতে; সে জন্যই না পাওয়ার কিংবা পাবো কি পাবো না এমন অনিশ্চয়তাগুলো এসে আমাদের জীবনের আকাশকে অন্ধকারে ঢেকে দেয়। অথচ আমরা এলাম কার দয়ায়, বেঁচে আছি কার সীমাতীত দানে এবং নিয়ত ছুটে চলছি কার পানে; এসব নিয়ে ভাবলে, চিন্তা করলে এই পৃথিবীতে কেবলমাত্র একজনকেই আমরা সকল ভালবাসা, শ্রদ্ধা, ইবাদাত উজাড় করে দিতে পারতাম।

এবং পারতাম তাঁর দিকনির্দেশনাতেই অন্য সকল ভালবাসা ও শ্রদ্ধাকে সুষ্ঠু বিতরণ করতে। আসলে কারো ভালবাসা উপলব্দি করতে না পারলে আমার প্রতি তার আন্তরিকতা কতটুকু; তাও টের পাওয়া যায় না। আমাদের পরম প্রিয় মহীয়ান আল্লাহ্ আমাদের কতটা ভালবাসেন, তার অসংখ্য নমুনা জীবন ও জগতের প্রতিখানে বিদ্যমান। নীচের হাদীসখানাই দেখুন- মাত্র ছ'টি সওম পালনের মাধ্যমে তিনি আমাদেরকে পুরো একটি বছরের সওমের প্রতিদান দানের ওয়াদা করেছেন তাঁর প্রিয় নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে: عن أبي أيوب قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه بست من شوال كان كصوم الدهر. আবূ আইয়্যূব রাদিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: ((যে ব্যক্তি রমাদানের সিয়ামের পর শাওয়াল মাসের ছয়টি সওম পালন করল, সে যেন পুরা এক বছরের সওম পালন করল। )) [মুসলিম: ১১৬৪, ইবনে মাজাহ্: পৃ-২৮৭] মহা অর্জনের মাস, পূণ্যের মাস পবিত্র রমাদান মোবারক অতিক্রম করলাম আমরা।

এখন শাওয়াল মাসে পদার্পণ করেছে মুসলিম বিশ্ব। মাত্র তো ছ'টি সওম, আসুন এই সাধনায় মধ্য দিয়ে পুরো এক বছরের সওম সাধনাকে নিজেদের অর্জনের মধ্যে শামিল করি। আসুন দো'আ করি- আল্লাহ্ যেন আমাদের পবিত্র রমাদান মাসের সিয়াম, ক্বিয়াম, ইফতার, সেহরী, উমরাহ্ ইত্যাদিসহ সকল সৎকর্মগুলো কবূল করেন এবং কৃত পাপগুলো ক্ষমা করে দেন। আর শাওয়ালের ছয়টি সওমের মাধ্যমে পুরো বছরের সওম পালনের প্রতিদান দান করেন। আমীন।

১৭.১০.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।