জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি
http://sydneyrdinkal.blogspot.com
এই লিংক ভিডিওর জন্য। নামাজের ভিডিও দেখুন । এই সামহয়্যারইন ব্লগে ভিডিও দেখা যায় না। আমার ব্লগে ভিডিও দেখুন।
আজ সকাল ৭টায় পাঞ্চবোল মসজিদে ঈদের নামাজ আদায় করলাম।
সারারাত ব্লগে কাটিয়ে সকাল বেলা বড় ভাইয়ের চেচামেচিতে আমার চৈতন্য ফিরে এলো। তাড়িঘড়ি করে ওযু পরে দে দৈড়। ভাগ্য ভাল একটুকুর জন্য জামাতটা মিস হলোনা। ভাইসাব তার পুত্রধন নিয়ে আগেই হাজির। জীবনে কোন কাজ ঠিক মতো করতে না পারা আমি শেষ পযর্ন্ত নামাজটা করতে পারলাম তাতে আল্লাহকে শুকরিয়া জানাচ্ছিলাম।
কতো রং বেরঙ এর মানুষ মসজিদে এলো। আফ্রিকান, আরব, এশিয়ান (ইন্দোনেশিয়া-মালয়শিয়ান, ফিলিপিনো সহ আর অন্যান্য এশিয়ো মানুষ), ইন্ডিয়ান (সংক্ষেপে আই পি বি - ইন্ডিয়ান পাকিস্থানী ও বাংলাদেশী)। ভাল লাগে সবার সরব সম্মিলন। নারী পুরুষ নির্বিশেষে। আজ মা আর বাবার কথা খুব মনে পরে।
আমার বোন সিডনী, লুটন (ইউ কে) ঢাকা, সুনামগঞ্জ আর চট্টোগ্রাম - সবার সাথে কথা বলতে হবে। তারপর বাকি থাকে অন্ধকার মুখোমুখি বসবার আমি আর বনলতা সেন। আপনাদের জন্য কিছু ছবি পোস্ট করলাম। সবই আমার ছবি। ও আচ্ছা গত কাল একটা পোস্ট পড়ছিলাম পুডিং খাওয়া নিয়ে - আজ আর মিস না .......... সবাইকে ঈদের দাওয়াত (পুডিং সহ)।
ভাল থাকুন । ঈদ মোবারক। ধন্যবাদ সামহয়্যারইন ব্লগ .........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।