আমাদের কথা খুঁজে নিন

   

জটিল সময়ের সরল অংক : প্রেক্ষিত মধুপুর শালবন

নাম শুনেই যার প্রেমে পড়ি

১১ জানুয়ারি সারা দেশে জরুরি অবস্থা জারি + ১৯ জানুয়ারি শালবনের টেলকি-জালাবাদা এলাকায় ইকোপার্কের দেয়াল নির্মাণের কাজ শুরু (যা ২০০৪ সালে পীরেন স্নালের রক্তের বিনিময়ে বন্ধ করা হয়েছিল) + জানুয়ারি-ফেব্রুয়ারি শালবনের বিভিন্ন গ্রামের সার-বিষ সর্বস্ব কলাবাগান কেটে ফেলা + ১৮ মার্চ যৌথবাহিনীর হেফাজতে আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃতূ্য + প্রশাসনের পক্ষ থেকে আদিবাসী নেতৃবৃন্দদের নিয়ে আইন শৃঙ্খলাসহ বনরক্ষার নামে বিভিন্ন মিটিং শুরু + ১১ জুন চলেশ রিছিলের দ্বিতীয় দফা ময়নাতদন্ত + তিন বছর পর গত ২৮ জুন পীরেন স্নাল হত্যা মামলা নথিভূক্ত করার জন্য আদালতের আদেশ + ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে কেক উপহার + কলাবাগান কেটে ফেলার পর সেখানে ও আদিবাসীদের বাড়ির আশেপাশের নিজেদের জমিতে সোস্যাল ফরেস্টির নামে বনবিভাগের আকাশমনি, ইউক্যালিপ্টাস, ম্যান্জিয়াম ইত্যাদি বিদেশি গাছের চারা রোপন (জয়নাগাছা, জালাবাদা, বেদুরিয়া, সাইনামারি, বেরিবাইদ, মাগন্তিনগর, পেগামারি, জাঙ্গালিয়া,পীরগাছা, চুনিয়াসহ প্রায় সবকটি গ্রামেই এই চারা রোপনের কাজ প্রায় শেষ পর্যায়ে) + গতকাল ১০ অক্টোবর সেনাবাহিনীর পক্ষথেকে চলেশ রিছিলের দুই স্ত্রীর প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, ১টি করে শাড়ি, ১০ হাজার করে টাকা ও ৫ সন্তানকে ৩০ হাজার টাকা প্রদান = ?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।