আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মডার্নিটি, দেশে ওয়েস্টার্ন কালচারের প্রসার, এরপর কি???

কিছু মজার ও চরম জিনিস অবজার্ভ করলামঃ মডার্নিটি নামে আমাদের পরবর্তী জেনারেশন যেভাবে এগুচ্ছে...মনে মনে ভাবলাম," জয় বাংলা"...আমাদের মডার্নিটি, পার্টিতে একমেয়ে একসাথে ৫-৬ জনের বাহুলগ্না হয়ে নাচবে,আর একমেয়েকে মাঝে রেখে ৩-৪টা ছেলে তথাকথিত ইন্ডিয়ান মুভি উ-লা -লা স্টাইলে ঘষাঘষি করবে। এই যদি হয় মজার নামে পাব্লিক্যালি শারীরিক মজা তাইল পার্টি শেষে দুই একজন গন ধর্ষণ হইলে সমস্যা কি?? মেয়েটা অহেতুক ক্লান্তিকর নাচের চেয়েও বেশি মজা পাবে। আরে আবাল বাঙ্গালী সবকিছুর মধ্যেই ভদ্রতা আছে। পার্টি করা ফ্রেন্ডদের সাথে মজা করা এইযুগে মহা কোন পাপ না । বাইরের দেশের ছেলে মেয়েরাও ওসব করে।

ওরা কে ফ্রেন্ড, কে বয়ফ্রেন্ড আর কার সাথে প্লে করবে সেটা খুব ডিসেন্টলি মেইন্টেইন করে। ১০ জনের সাথে ঘষাঘষি করেনা,যে কোন রিলেশন কে রেসপেক্ট করতে জানে ,আর আমাদের তো একজনে মনই ভরেনা, একজন ভালোবাসবে,একজন শারীরিক ভালবাসা দেবে, একজন শপিং করবে,একজন গান শোনাবে,একজন ফ্লেক্সিলোড দেবে,ভালোবাসা তো নয় যেন ভালোবাসা প্রাইভেট লিমিটেডের বিভিন্ন লেভেলের বিভিন্ন কর্মচারী, একজন চলে গেলে শর্তাবলী মেনে আরেকজনের নিয়োগ চলে। আর ড্রেসআপের কথাটা নাই বলি। ময়দা ঘইষা বেঢক দেহে চিকনী চামেলী গেট আপ নিলেই সবাই ক্যাটরিনা কাইফ হয়ে যায়না,আর ইদানিং পোলাগো চাইনিজ হেয়ার কাট দেইখা তো মজা আরও দিগুন পাই, সব এখন মেড ইন চায়না...ছেলে মেয়ে তাদের রিলেশন সবকিছুই...জিনিস কিনবা ঠিকই কিন্তু কয়দিন টিকবো সেটা তোমার ব্যবহারের উপর নর্ভরশীল। রেগুলার চালাইলে কয়েকদিনেই শেষ।

আমিও যে ধোয়া তুলসীপাতা সেটাও নাহ! তবে ৮০-৯০ দশকে জন্মেছিলাম বলেই হয়তো খানিকটা সেকেলে চিন্তা এখনও বয়ে বেড়াই, কষ্ট লাগে যে এতদিন চায়নাতে থেকেও মেড ইন চায়না হতে পারলাম নাহ!! মাঝে মধ্যে ভাবি, আমাদের ছোট ভাই - বোনদের বা কিংবা কোন মা-বাবা যদি তাদের ছেলেমেয়ের ফেসবুক ইনবক্সটা একবার চেক করে দেখতেন হয়তোবা অনেকেই তাৎক্ষণিক হার্টফেল করতেন যে তাদের ছেলেমেয়েরা ঘরে বসে থেকেই কতইনা মডার্ন আর না পড়েই ইংলিশে আর যৌন জ্ঞানে পাকা হয়ে গেছে। আজকাল মা বাবাদের কতইনা সুখ, পাশের বাসার ভাই ভাবীদের বলতে পারেনঃ " আহা!! দেখুন দেখুন এযুগের ছেলেমেয়েরা পড়ালেখা নিয়ে কতটা সতর্ক,সারাদিন কম্পিউটারে এসাইনমেণ্ট নিয়ে ব্যস্ত, বাসা থেকে বের হওয়া তো দূরে ঠিকমত খাবারই সময় পায়না,আমাদের যুগে কি বাঁদরই না ছিলেম আমরা, এসব যদি সেযুগে পেতাম"... আঙ্কেল ঠিকই বলেছেন এসব সেযুগে পেলে বাংলাদেশ এখন মঙ্গল গ্রহে গিয়ে যানজট পাকাতো, আমাদের আর পারিবারিক ভাবে বিয়ে থা না করে সবাই যার যার মত থেকে সেক্স মেশিন মাথায় লাগিয়ে ফেসবুকীয় স্টাইলে যৌনকর্ম সাধন করতো আর সম্পত্তির উইল করতে টেস্টটিউব বেবি অর্ডার করতো, আমরা বাঙ্গালীরা একটু বেশিই ফাস্ট কিনা ...। ---- ( বিঃ দ্রঃ - এই পোস্টটি কাল্পনিক চিন্তার লিখিত ফিকশন, কাক - তালীয় ভাবে কারো সাথে মিলে গেলে বা কারও মনে আঘাত লাগলে হিমেশ ভাইয়ের "হুক্কাবার" শুনতে শুনতে হাতিরঝিলে সেরকম কাউকে বাহুলগ্না করে মুড়ি খেতে খেতে একপাক ঘুরে আসুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।