সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...
আর্ন্তজাতিক তেল গ্যাস কোম্পানী সেভরোন গ্যাস ক্ষেত্রের মজুদ বাড়ানোর লক্ষ্যে শ্রীমঙ্গলে ত্রিমাত্রিক (থ্রি-ডি) সাইসমিক সার্ভে করতে যাচ্ছে । গ্যাস ক্ষেত্রের সম্ভাবনাময় এলাকা হিসাবে পরিচিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে শেভরোন থ্রি-ডি সার্ভে কাজ পর্যবেক্ষণের জন্য বন বিভাগের বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং এনজিওদের আহ্বান করেছে। থ্রি-ডি সার্ভের আওতায় শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল ফরেস্টের একটি অংশে কাজ করা হবে।
এ কাজের জন্য সম্প্রতি শেভরোন জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে। অপরদিকে , সেভরোনের এই সার্ভে পরিচালনার কাজে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হবে বলে লাউয়াছড়া বনাঞ্চল নিয়ে কাজ করা পরিবেশবিদরা মনে করেন।
শেভরোনের এই কর্মপরিকল্পনা নিয়ে ইতোমধ্যে পরিবেশবাদীরা প্রতিবাদ মুখর হলেও কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের এ কাজে লাউয়াছড়া বনাঞ্চলে কোনো প্রভাব পড়বে না। ফলে তাদের এক কাজ পর্যবেক্ষণের জন্য বন বিভাগের বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং এনজিওদের আহ্বান করা হয়েছে। জানা যায়, ২০০৪ সালে তৎকালীন তেল গ্যাস কোম্পানী ইউনোকল ৪০০ বিলিয়ন ঘনফুট মজুদের এই গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন শুরু করে। বর্তমানে এই ফিল্ড থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হচ্ছে।
কিন্তু এর মজুদ শেষ হওয়ার আগেই তা বাড়ানোর লক্ষ্যে কোম্পানির পক্ষ থেকে ৩-ডি সাইসমিক সার্ভে করার উদ্যোগ নিয়েছে।
শেভরোনের পক্ষ থেকে এক উপস্থানায় ৩-ডি সার্ভে করার সময় বনের কি ধরনের ক্ষতিহতে পারে এবং তা মোকাবেলায় তারা কি করবে সেটা ব্যাখ্যা করা হয়েছে। একই সাথে বিশ্বের অপরাপর দেশে পরিবেশগতভাবে স্পর্শকাতর অঞ্চলে যে সাফল্যজনক কাজ করেছে তাও তুলে ধরা হয়। ১৯৯৭ সালে শ্রীমঙ্গলের লাউয়াছড়া সংলগ্ন মাগুরছড়া এলাকায় গ্যাস দুর্ঘটনার কারণে পুরো এলাকা জুড়ে যে আতংক ছড়িয়ে পড়েছিল তার জের ধরে সাইসমিক সার্ভে নিয়ে স্থানীয়ভাবে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। স্থানীয় পরিবেশবিদরা দাবি করছেন যে এটা করা হলে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হবে।
শেভরোনের থ্রি-ডি সার্ভে সম্পর্কে মৌলভীবাজার জেলার পরিবেশ অন্দোলনের নেতা ও মাগুরছড়া তেল গ্যাস সম্পদ রক্ষা আদায় জাতীয় কমিটির সভাপতি সৈয়দ আমীরুজ্জামান বলেছেন, লাউয়াছড়ায় শেভরন তেল-গ্যাস অনুসন্ধান পরিবেশ ও জীববৈচিত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।
পাশাপাশি এখানকার সকল অনুজীবের মৃত্যু ঘটবে। এদিকে, পেট্রোবাংলা সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আধুনিক ব্যবস্থায় শেভরোনের এই থ্রিডি সাইসমিক কাজে লাউয়াছড়ার পরিবেশ ও সেখানে বসবাসরত মানুষের কোন ক্ষতি না করেই এই সার্ভে করা সম্ভব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।