আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যারের একটা ফিচারের সাথে পরিচিত হলাম

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

প্রায় বছর খানেক থেকে সামহয়্যারের সাথে পরিচয়। লেখেলেখি অবশ্য আরো পরে। লেখালেখির প্রয়োজনে নিজের ব্লগে অনেককে ব্যান করতে হয়েছে, ব্লগকে গালাগালি মুক্ত রাখার কল্যাণে। কিন্তু কখনই জানতাম না, যাকে ব্লক করছি তিনি কিভাবে কমেন্ট করতে পারছেন না। প্রধান কারণ, আমাকে কেউ কখনও কারো ব্লগে ব্যান করেননি।

ফলে দেখা হয়নি সাইন ইন করা করলে ব্যান করা অবস্থায় ঐ ব্লগারের লেখা খুললে কি পরিবর্তন আসে। ধারণা ছিল কমেন্ট করার বক্স আসে, তবে কমেন্ট করলে হয়ত দেখায়... দুৎখিত আপনি ব্যান হয়েছেন। আমার সেই ভুল ভাংল, এস্কিমোর "হেমন্তের গান!" শীর্ষক লেখাটাতে ধন্যবাদ দিয়ে কমেন্ট করতে গিয়ে। দেখলাম সাইন ইন করার পরও কমেন্ট করার বক্স আসে না। এই ফিচারটার সাথে আগে পরিচিত ছিলাম না, এস্কিমোর কল্যাণে এটা দেখার সুযোগ হল।

মনে পড়ে তার লেখায় সবর্শেষ কমেন্ট করেছিলামএই লেখায় (অভিনন্দন, টাইগার্স) আমি অবশ্য এখনও শিয়র না, উনার ব্লগে কমেন্ট করতে না পারার কারণ কি। টেকনিকাল সমস্যা নাকি অন্যকিছু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।