মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
কমিউনিজম মানে ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মহীনতা?
কিন্তু প্রগতিশীলতা মানে কি ধর্মহীনতা?
ধার্মিক হলে কি প্রগতিশীল হওয়া যায় না?
কমিউনিজম কি? ধর্মনিরপেক্ষতা কি? প্রগতিশীলতা কি?
একটা আজগুবি টানেলে কিংবা গোলকধাঁধায় টেনে নিয়ে যাচ্ছে ব্যস্ত চিন্তা...
নাহ্, আমি শুধু জানি কমিউনিজম মানে- 'ইসলাম' আবার কী!
ধর্মনিরপেক্ষতা মানে- 'ইসলাম' মানি না!
প্রগতিশীলতা মানে- 'ইসলাম' মৌলবাদী!
দুই.
কথা প্রসঙ্গে আমি যদি মহানবী (সাঃ)- এর হাদিস বলি আমাকে বলা হবে ধর্মান্ধ, মৌলবাদী! কিন্তু আমি যদি কথায় কথায় রবীন্দ্রনাথের পঙতি বলি বলা হবে মুক্তচিন্তা, আহ্ প্রগতিশীল!
তিন.
আমাদের বাসার পেছনের রাস্তায় একটা মসজিদ আছে।
একই রাস্তায় একটা কুকুরও আছে।
খুব আশ্চর্য হয়ে অনেক দিন ধরে দেখছি
আযানের প্রতিটি শ্লোকের বিপরীতে
কুকুরটি ব্যঙ্গার্থক চিতকার করে উঠে!
অদ্ভুত আচরণের কুকুরটা কি প্রগতিশীল, কমিউনিস্ট?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।