আমাদের কথা খুঁজে নিন

   

হ্যকিং টিপস - পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন নকিয়া 1110!

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

নকিয়ার অন্যান্য অনেক সেটের তুলনায় 1110 মডেলের একটা বাড়তি সুবিধা হল, এটা পাসওয়ার্ড (কী-গার্ড কোড) দিয়ে লক করে রাখা যায়। তবে মজার ব্যাপার হল, পাসওয়ার্ড দেওয়া থাকলেও পাসওয়ার্ড না জেনেই এই সেট আনলক করা সম্ভব। উল্টাপাল্টা টেপাটেপি করতে গিয়ে একদিন নিজের অজান্তেই পদ্ধতিটার সন্ধান পেয়ে গিয়েছিলাম। নিচে ব্লগারদের জন্য পদ্ধতিটা দেওয়া হল। পাসওয়ার্ড না দিয়ে সাধারণ ভাবে কোন সেট লক করে রাখলে সেটা আনলক করার জন্য Menu + (*) বাটন প্রেস করতে হয়।

কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকলে মেনু প্রেস করে পাসওয়ার্ড টাইপ করে পুনরায় মেনু প্রেস করতে হয়। এখন আপনি যদি পাসওয়ার্ড না জেনেই পাসওয়ার্ড দিয়ে লক করা 1110 সেট আনলক করতে চান, তাহলে প্রথমে Menu প্রেস করুন। এখন সিকিউরিটি কোড তথা পাসওয়ার্ড লেখার প্রম্পট আসবে। এখানে Back (Go to) চাপুন। এখন আবার Unlock (Menu) চাপুন এবং না ছেড়ে দুই সেকেন্ড পর্যন্ত একটানা চেপে ধরে রাখুন।

দুই সেকেন্ড পর দেখবেন Now Press * কমান্ডটা এক ঝলক দেখা দিয়েই মিলিয়ে যাবে। কমান্ডটা দেখার সাথে সাথেই আপনাকে Unlock (*) বাটন প্রেস করতে হবে। তাহলেই দেখবেন পাসওয়ার্ড না জেনেই আপনি সেট আনলক করে ফেলেছেন! ছবি - নকিয়া 6630 দিয়ে আমার তোলা ...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।