আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের খেরো খাতা



সময়ের ডানায় রুপোলি রোদ ঠিকরে পড়লেও সময় সম্মোহিত হয়। সে এক অনিশেষ বৈরাগী। মানুষ কতো বিশ্রী রকমভাবে অনেস্ট হলেই পরে সত্য কথা বলবে পারে, তা প্রায়ই ভাবি। সময়ের নিক্তিতে নিজেকে মাপতে পারিনি বলেই নিজে মনে হয় বঙ্গপুঙ্গব! অথচ দেবতারা দিব্যি সোমরস পানে মগ্ন! সময় কি নিজেই একটি আদর্শিক ডাইমেনশন? কে জানে? হায়! নিশার স্বপন-সুখে সুখী যে জাগে সে কাঁদিতে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।