ই চ্ছে খা তা
একজন মানুষের কথা চিন্তা করুন, যে সেহেরীতে পেট পুরে খেয়েছেন। ১০ রকমের মেন্যু। তারপর রোজা রাখলেন। যেহেতু রোজা রাখলেন তাই সারাদিন কিছু খেলেন না। আর ইফতারীতেও আবার পেট পুরে খেলেন, সেখানে আরও বেশী। প্রায় ২০ রকমের নানা পদ।
আর একজন যে রাতে খাবার পর সারাদিনে শুধু দুটো রুটি খেয়েছে সকালে। না, সে রোজাদার না। তাই ইফতারীও খাওয়া হয়নি তার।
আমার প্রশ্ন হলো, এখানে কে বেশি সংযম করলো? সংযমই যদি রোজার মূল কথা, তবে কে রোজাদার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।