আমাদের কথা খুঁজে নিন

   

জোনাকির মিটি মিটি আলোতে সুধারাম ধ্যানে বসিয়াছে এক অ-বাঙালির চিন্তায় উদাসী জয়িতার স্বপ্নের মানে খুঁজিতে!!!

!!!

ঈশ্বর কিছু সাহসী ব্লগার খুঁজিতেছেন । সবাইকে ডাকা হইলো একটি ময়দানে। ঈশ্বরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইলো ইহাকালে যে ব্লগাররা মেয়েদেরকে মোটেই ভয় পাইতেন না বা পাত্তা দিতেন না তাহারা ঐ সাহসী মঞ্চে গিয়ে দাড়াইবেন আর বাকীরা এই নীচের সারিতেই সারিবদ্ধ হইয়া দাড়াইয়া থাকুন। কিন্তু দেখা গেল সবাই নিচে সারিতেই দাড়াইয়াছেন,। ঐ সাহসী মঞ্চ কেহ নাই।

ঈশ্বর হতবাক-তাহা হইলে দুনিয়াতে সব ব্লগাররাই মেয়েদেরকে ভয় পাইতেন? এর মাঝে মঞ্চে উঠিয়া দাড়াইলেন উদাসী স্বপ্ন । ঈশ্বর অতি আনন্দে তাহার দিকে এগিয়ে গেলেন- সবাইকে বলো তোমার সাহসীকতার গল্প। উদাসী কাঁপা কাঁপা সুরে বলিলেন ঈশ্বর জোনাকি আমাকে এখানে দাঁড়াইয়া থাকিতে বলিয়াছে তাই আমি এখানে দাড়াইয়া আছি। তাহার অনুমুতি ছাড়া আর কিছুই বলিতে পারিব না!!! জোনাকির নাম উচ্চারিত হইতেই লাফিয়া উঠিল জয়িতা না এ হইতে পারে না উদাসী শুধু আমার কথায় ঐ মঞ্চ উঠিবে। চিতকার করিতে লাগিলো জয়িতা।

কিন্তু পরক্ষণেই চোখ মেলিয়া দেখিল সে খাটের নীচে পড়িয়া আছে। এতক্ষণ যা হইতেছিল উহা ছিল নেহায়েত দুঃস্বপ্ন। স্বপ্নটি দেখার পর তাহার মন ভীষণ খারাপ হইয়া গেল। তারপর সে হাজির হইলো সুধারামের দরবারে। সুধারাম জয়িতাকে কিছু ঝাড়ফুক মারিয়া বিদায় করিয়া ভাবিতে বসিলেন- তাহারে লইয়া কেহ স্বপ্ন দেখে না এ ভাবনা সাধুর মধ্যে বিরাজ করিল।

ভাবনার মাঝেই সুধারাম সংকেত পাইলেন এক আ-বাঙালি জোনাকির আলোতে ধ্যানে বসার উদ্দেশে রওনা হইতেছে। সাধু ধ্যান ছাড়িয়া জোনাকির মিটি মিটি আলোতে ধ্যান করিবার উদ্দেশে রওনা হইলেন...!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।