সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
ব্যান খামু কি খামু না, মিনসে আমার বলগ দেইখল কি দেইখল না এইসব আউলা ঝাউলা চিন্তা করতি করতি কুন সময় যে ঘুমাই গেলুম কইতে ফারুমনা। ঘুমানোর লগে লগে বিবিসি, সিএনএন, জাজিরা আইয়া হাজির। আরে কয়কি বেডারা!somewhereinblog বলে রাজনীতি,বিজ্ঞ্যান,শান্তি
সহ মেলা বেরাঞ্চে নোবেল ফাইছে!! শুইনাতো ঘুমের মইধ্যেই খাডের উরফে দিলাম কয়েক ফাল। সফনের ইসপীড ও বাইরা গেল। দেখলুম ফিরি টিকিট, বিমানের ভাংগা চুরা এক খান ফেলেইন, সুন্দরী ফরীর লাহান ইয়ার হুস্টেশ, চা, বেলা বিশকুট আরও কত কি রে ভাই।
ফেলেইন আমাগোরে অসলু
শহরে লইয়া আইলো। ফেলেইনের তুন নাইমাই ঠানডায় কাইত হইয়া গেলুম। আইয়া ফড়লাম একখান বিশাল ফ্যান্ডেলের মইধ্যে। আমাগো মাওলানা সাবের ওয়াজ মাহফিলের ফ্যান্ডেলের চাইতেও বড়। আরি ই ই.....হ তাবত আয়োজন! আমাগো ইউনুস সাব ও নাকি সেইম জাগাতে আইছিল।
একজন আইয়া আমারে 'ব্লুজ' নাম আর somewhereinblog ছাফা তাবিজের লাহান একখান জিনিস গলায় ঝুলাইয়া দিয়া গেল। দেইখলুম আরও কত বিচিত্র চরিত্র..ত্রিভুজ, চর্তুভুজ, ফাগলা, মাথামোডা, অলস, ঠোডকাডা, গন্ডার, খাট্টাস, রাগ বিরাগ, ঢালী, আড্ডাবাজ ..কতকি। নামের যে এত আকাল
ফইরছে আগে বুইঝতাম ফারিনাই। শুইনলাম ফুরশকার হিসাবে ট্যাহা দিব..ভালা ফরস্তাব। কাগজের দরকার নাই,ট্যাহা দরকার।
ফুরশকারের কতা ঘুষনা কইরত যাইব আর এইসময় হুনা গেল আমগো কি জানি কয় মডরহটর, ইডমিন সাবগোরে খুইজা ফাওন যাইতাছেনা। কেউ কইতাছে হেতেনেরা
somewhere ইন blog কইরতাছে আরেকজন কইল আরে নাহ..বিদেশে আইয়া ফুডুশ মাইরছে। কিনতু ট্যাহাতো ফাইতে হইব। নোবেল কমিডি যে কুন একজন বলগাররে এসটেইজে উইডা ফুরশকার লইয়া যাইতে কইল আ...র লগে লগে কুস্তাকুস্তি শুরু হইয়া গেল। এ ওরে ব্যান করেতো ও
এরে বলক করে,শোনা যাইতাছিল বিচিত্র গালিগালাজ,তুই রাজাকার,আলবদর আরও কত বিচিত্র ইংরাজী, বাংলা খাচ্চর খাচ্চর গালি।
কেউ কয় আমি ঢালি-ফোশটিং বেকের থাইকা বেশী,আরেকজন কয় আমি বলগে বেকের আগে আইছি..এক এলাহী কান্ডরে ভাই। আমি চিনতা করতাছি ট্যাহা যদি
ফাই,ট্যাকসো কি দিতে হয়বো? ইউনুস সাবের তো ট্যাকসো মাফ কইরা দিছিল,আমার কি হইবো? চিনতায় আছি,ধুদক-ইনবিআর যদি সমন দেয়..! ট্যাহার কতা গোফন রাইখেনরে ভাই। এখনো ঘুমাইয়াই আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।