টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।
জনপ্রিয় ওপেন-সোর্স ব্রাউজার মোজিলা ফায়ারফক্স সাধারণ অবস্থাতেই অতুলনীয়। এর সাথে বিনামূল্যে প্রাপ্ত কিছু এ্যাড-অন যোগ করে একে আরো উন্নত ও বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলা যায়।
ফায়ারফক্স এর অভ্যন্তরে খুঁজে দেখলে এমন অনেক সুবিধা পাওয়া সম্ভব যা একে আরো দ্রুতগতিসম্পন্ন, আকর্ষণীয় ও সুবিধাজনক করে তুলবে। নিচে এমন কিছু সুবিধা তুলে ধরা হল...
১)পৃষ্ঠা দেখার জন্য অধিক স্থানঃ ফায়ারফক্স এর আইকনসমূহকে(হোম, রিফ্রেশ ইত্যাদি) ক্ষুদ্রতর করলে ওয়েব পেজ দেখবার জন্যে অধিক জায়গা পাওয়া যায়।
এ জন্যে ভিউ মেনু থেকে টুলবার সাবমেনুতে যান। এরপর কাস্টোমাইজ অপশনে ক্লিক করে “Use small icons” এর পাশের চেকবক্সে টিকচিহ্ন দিয়ে Ok করুন।
২)কীবোর্ড শর্টকাটঃ ফায়ারফক্স এর কিছু কীবোর্ড শর্টকাট ব্যবহারের মাধ্যমে আপনার ব্রাউজিংকে অনেক গতিশীল এবং সাচ্ছ্যন্দময় করে তোলা সম্ভব। এখানে কিছু জনপ্রিয় কী-বোর্ড শর্টকাট এবং এদের কাজ উল্লেখ করা হলঃ
Spacebar (পৃষ্ঠার নিচে গমন) (page down)
Shift-Spacebar (পৃষ্ঠার উপরে গমন) (page up)
Ctrl+F (খোঁজা) (find)
Alt-N (পরবর্তী মিল খোঁজা) (find next)
Ctrl+D (পৃষ্ঠা চিহ্নিত করা) (bookmark)
Ctrl+T (নতুন ট্যাব খোলা) (new tab)
Ctrl+K (সন্ধান বাক্সে গমন) (go to search box)
Ctrl+L (এ্যাড্রেস বারে গমন) (go to address bar)
Ctrl+= (লেখার আকার বড় করা) (increase text size)
Ctrl+- (লেখার আকার ছোট করা) (decrease text size)
Ctrl-W (ট্যাব বন্ধ করা) (close tab)
F5 (রিলোড) (reload)
Alt-Home (হোম পেইজে গমন) (go to home page)
৩)এ্যাড্রেসবারে স্বয়ংক্রিয়ভাবে ডোমেইন নাম পূরণঃ এটি আরেকটি কী-বোর্ড শর্টকাট। এটি সার্বিকভাবে তেমন পরিচিত নয় কিন্তু খুবই কার্যকরী।
প্রথমে আপনার এ্যাড্রেস বারে যেকোন সাইটের মাঝের অংশটি টাইপ করুন(“www” এবং ”.com” বাদ দিয়ে)। এবার Ctrl চেপে ধরে রেখে enter চাপুন। দেখবেন যে “www” এবং “.com” স্বয়ংক্রিয় ভাবে বসে গিয়েছে এবং পেজ লোড শুরু হয়েছে! :thumb: একইভাবে “.net” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Shift+enter এবং “.org” ডোমেইনের ঠিকানার ক্ষেত্রে Ctrl+Shift+Enter চাপতে হবে।
৪)ট্যাব পরিবর্তনঃ ট্যাব পরিবর্তনে মাউস দিয়ে সিলেক্ট করার বিকল্প হিসাবে কিছু কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা যায়। শর্টকাটগুলো হলঃ
Ctrl+Tab (পরবর্তী ট্যাবে গমন) (rotate forward among tabs)
Ctrl+Shft+Tab (পূর্ববর্তী ট্যাবে গমন) (rotate to the previous tab)
Ctrl+1-9 (একটি অংকের সাহায্যে নির্দিষ্ট ট্যাবে গমন) (choose a number to jump to a specific tab)
৫)মাউস শর্টকাটঃ আধুনিক কম্পিউটিং এর জগতে মাউস একটি অপরিহার্য উপাদান।
কীবোর্ডের পাশাপাশি মাউসের বিভিন্ন ক্লিক, স্ক্রল বাটন, মিডল মাউজ বাটন ইত্যাদির সাথে অত্যন্ত সহজে প্রয়োজনীয় কমান্ড প্রদান করা যায়। এতে সময় যেমন অনেক কম লাগে তেমনি কাজের গতিও অনেক দ্রুততর হয়। এখানে ফায়ারফক্সে মাউস শর্টকাটের কিছু প্রয়োগ তুলে ধরা হলঃ
Middle click on link (লিঙ্কটি নতুন ট্যাবে খোলা) (opens in new tab)
Shift-scroll down (পূর্ববর্তী পৃষ্ঠা) (previous page)
Shift-scroll up (পরবর্তী পৃষ্ঠা) (next page)
Ctrl-scroll up (লেখার আকৃতি ছোট করা) (decrease text size)
Ctrl-scroll down (লেখার আকৃতি বড় করা) (increase text size)
Middle click on a tab (ট্যাব বন্ধ করা) (closes tab)
৬)ইউজার ক্রোম(User chrome): আপনি যদি ফায়ারফক্সে উচ্চস্তরের সম্পাদনা করতে চান তাহলে ইউজারক্রোম ফাইলের সাহায্য নিতে পারেন। এটি করতে হবে একটি UserChrome.css ফাইল তৈরীর মাধ্যমে। এটি কিছুটা জটিল প্রক্রিয়া।
বিস্তারিত জানতে চাইলে এই টিউটোরিয়ালটির সাহায্য নিন... ।
৭)ইউজার.জেএস ফাইল তৈরীঃ এটি ফায়ারফক্সকে সাজানোর আরেকটি উপায়। একটি user.js ফাইল তৈরীর মাধ্যমে আপনার ব্রাউজিং এ প্রচুর গতি নিয়ে আসা সম্ভব। এর জন্য আপনাকে আপনার প্রোফাইল ফোল্ডারে user.js নামক একটি টেক্সট ফাইল তৈরী করে নিতে হবে। (প্রোফাইল ফোল্ডারের অবস্থান জানার জন্য এই লিঙ্কটি দেখুন.. এবং user.js ফাইলসম্পর্কে জানার জন্যে এই নমুনা user.js ফাইলটি দেখুন ।
এই নমুনার কমেন্টগুলো পড়লে ইউজার.জেএস ফাইলের কার্যকারীতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
৮)এ্যাবাউট.কনফিগ(about.config): এটি অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত শক্তিশালী একটি টুল। পর্যাপ্ত অভিজ্ঞতা ব্যতীত এই টুল ব্যবহার করা উচিৎ নয়, কারণ এই টুলের ভুল ব্যবহার আপনার নেট সংযোগ ও ব্রাউজারের ক্ষতি করতে পারে। ফায়ারফক্স এর এ্যাড্রেস বারে “about:config” টাইপ করে এন্টার চাপলে এবাউট.কনফিগ স্ক্রিনটি প্রদর্শিত হবে। বিস্তারিত জানতে মোজিলাযাইনের এবাউট.কনফিগ টিপ্স এবং স্ক্রিনশট দেখুন... ।
৯)বুকমার্কে কী-ওয়ার্ড সংযোজনঃ বুকমার্কের সাথে কী-ওয়ার্ড সংযোজনের মাধ্যমে অধিক দ্রুততার সাথে বুকমার্ককৃত সাইটসমূহ পরিদর্শন করা সম্ভব। যেকোন বুকমার্কে রাইট ক্লিক করে প্রোপারটিজ –এ ক্লিক করুন। এরপর কী-ওয়ার্ড বক্সে একটি ছোট কী-ওয়ার্ড বসিয়ে সংরক্ষণ করুন। এখন এ্যাড্রেস বারে ওই কী-ওয়ার্ডটি টাইপ করে এন্টার চাপলেই বুকমার্ককৃত সাইটটি প্রদর্শিত হবে।
১০)দ্রুততর ফায়ারফক্সঃ আপনি যদি ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন তাহলে পাইপলাইনিং এর সাহায্যে পেজ লোড টাইম কমিয়ে আনা সম্ভব।
এর সাহায্যে ফায়ারফক্স-এ একই সাথে একাধিক উপাদান(ছবি,শব্দ ইত্যাদি) লোড করা যায়। ব্রডব্যান্ড কানেকশনের জন্য এভাবে পাইলাইনিং সেটিং ঠিক করে নিনঃ
*এ্যাড্রেস বারে about:config টাইপ করুন এবং এন্টার চাপুন।
ফিল্টার বক্সে “network.http” টাইপ করুন, এবং নিচের সেটিংসমূহ পরিবর্তন করুন(কোন সেটিং পরিবর্তনের জন্য সেটিতে ডাবল ক্লিক করুন)......
*”network.http.pipelining” এর সেটিং দিন “true”
*network.http.proxy.pipelining” এর সেটিং দিন “true”
*”network.http.pipelining.maxrequest” এ ডাবল ক্লিক করে “30” সেট করুন
*সেইসাথে, যেকোন স্থানে রাইট ক্লিক করে New- > Integer.Name নির্বাচন করুন। এর নাম দিন “nglayout.initialpaint.delay” এবং এর ভ্যালু সেট করুন “0” এই ভ্যালু হচ্ছে যতটুকু সময় পর্যন্ত ব্রাউজার প্রাপ্ত কোন তথ্য প্রদর্শনের জন্য অপেক্ষা করে।
১১)র্যামের ব্যবহার সীমিতকরণঃফায়ারফক্স যদি মাত্রাধিক পরিমাণে আপনার কম্পিউটারের র্যাম ব্যবহার করে তাহলে আপনি এর র্যামের ব্যবহার সীমিত করে দিতে পারেন।
এর জন্যে পুনরায় about:config এ যান। ফিল্টার বাক্সে “browser.cache” টাইপ করুন এবং “browser.cache.disk.capacity” নির্বাচন করুন। এতে ডিফল্ট হিসাবে ৫০০০০কিলোবাইট(৫০ মেগাবাইট) ডিস্ক স্পেস ব্যবহারের অনুমতি দেওয়া থাকে। আপনার র্যামের পরিমাণ যদি ৫১২ মেগাবাইট থেকে ১ গিগাবাইট পর্যন্ত হয় তাহলে “15000” বসিয়ে Ok করে বের হয়ে আসুন।
১২)মিনিমাইজ্ড অবস্থায় র্যামের ব্যবহার সীমিতকরণঃ এই সেটিং এর ফলে মিনিমাইজ্ড অবস্থায় ফায়ারফক্সের উপাদানগুলো ফিজিক্যাল র্যাম থেকে হার্ডড্রাইভের ভার্চুয়াল মেমোরীতে চলে যাবে।
পরবর্তীতে ফায়ারফক্স উইন্ডো রিস্টোরের পরও পারফরমেন্সের কোন পরিবর্তন পরিলক্ষিত হবে না। ফলে ফায়ারফক্স চালু থাকা অবস্থায় আপনি অন্যান্য বড় ধরনের সফ্টওয়্যার চালাতে পারবেন কম্পিউটারের পারফরমেন্সে কোন রকম ব্যাঘাত ছাড়াই।
এই সেটিংটি আনার জন্যে পুনরায় about:config স্ক্রিনে যান। এরপর যেকোন স্থানে রাইট ক্লিক করে সিলেক্ট করুন New-> Boolean. এর নাম দিন “config.trim_on_minimize” এবং এটি সেট করুন “true”
এই সেটিংটি কার্যকরী করতে হলে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে। :idea
বিঃদ্রঃ এই লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামের সৌজন্যে তৈরি করেছেন ইন্টারনেটে আমার পরিচিত খুব আদরের ছোট ভাই আলোকিত (অনলাইন নিক)।
তাকে প্রয়োজনীয় লিংক দিয়ে আমি সাহায্য করেছি। উল্লেখ্য, আলোকিত এখানে রেজি করেছিলো ঐ সেই গালাগালির প্রিরিয়ডে তাই ভয়তে এখানে আসে না। সে বলে এটা তো বড়দের সাইট।
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।