বাংলাদেশি প্রবীণদের আরো বেশি করে কার্টুন দেখা উচিত
"মিজুহোর" পৃথিবী তে আসার উদ্দেশ্য হল যে পৃথিবীর ইয়ং স্পিসিস রা কেমন করে আগ্রসর হচ্ছে। কিন্তু দেখা হয়ে গেল "কে' কুন" এর সাথে। জদিও সে একজন এলিয়েন তবুও সে দেখতে মানুষের মতই। ঘটনা চক্রে "কে' কুন" জেনে ফেলে যে সে একজন এলিয়েন। সে তার গোপনিওতা রক্ষার জন্য একজন টিচার এর চাকরি নেয়।
তার ক্লাসের একজন ছাত্র "কে' কুন"! দেখা মাত্রই চোখাচোখি. আসুস্থতর জন্য "কে' কুন" ছোট ক্লাসে পড়ে। তাদের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পক। সম্পক জানাজনি হয়ে গেলে তাদের মধ্যে বিয়ে হয়ে যায়। ঘটনার শুরু এখান থেকেই.। .।
.। .। .। .। .।
.। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।