আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাশগেট২ প্রিভিউঃদ্রুত গতির ডাউনলোডার

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

দ্রুত গতির ডাউনলোডারঃ আমি অনেক দিন ধরে ফ্লাশগেট ব্যবহার করি ডাউনলোড করার জন্য। এর কিছু দিক আমার বেশি ভালো লাগে আর তা হলো একাধিক থ্রেডে ডাউনলোড, স্পিড লিমিট রাখার ব্যবস্থা, কতো টুকু ডাউনলোড হলো তা ব্লক ব্লক আকারে দেখায় ইত্যাদি। সম্প্রতি ফ্লাশগেটের নতুন একটা ভার্সন ডাউনলোড ফ্লাশগেট২ প্রিভিউ যার নাম। এই ভার্সনটি আগের ভার্সন গুলোর মতো এখনো সকল সুবিধা দেয়নি মানে এখনো এর কাজ চলছে তবে যেটা বেশি দরকার মানে দ্রুত ডাউনলোড করা সেই কাজটি এখন আগের চেয়ে আরো দ্রুত করে। ফ্লাশগেটের স্ট্যাবল সংস্করনঃ http://bbs.flashget.com/flashget220cn_preview.exe ফ্লাশগেটের স্ট্যাবল সংস্করনঃ ফ্লাশগেট২ প্রিভিউ বিঃদ্রঃ ফ্লাশগেট২ প্রিভিউ ইনস্টল করার সময় লেখা গুলো সব চাইনিজ আসবে বাট এর পর সব ইংলিশ পাবেন।অর্থাৎ আপনাকে ইনস্টল করতে হবে একটু বুঝে মানে "prev" "next" "close" এই গুলো এই অর্ডারে চাইনিজ ভাষায় থাকবে। বিঃ দ্রঃ ব্লগটি প্রথম প্রকাশ আমাদের প্রযুক্তি ফোরামে এই খানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.