আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
ক্ষুর্ধাত রাক্ষসরা ছড়িয়ে আছে শহরে।
লুকিয়ে আছে তাদের হায়না চোখ দামী চশমার আড়ালে।
লোভে -লোভের কামে জলে তাদের চোখ নিরীহ মানুষের ভোগে
এরা ডাক্তার হয়ে ছুরি,ড্রিল মেশিন, করাত চালায় সামান্য রোগে।
দাঁতগুলো যদিও ক্ষুদ্র তথাপিও
অসহায় আত্ব্যাদের ভনে ছিড়ে কুড়ে কুড়ে
এরা ড্রাকুলা দাঁত বসায় সুশীল ভাষনের সুরে সুরে।
এরা ভাতে-মাছে বাঙ্গালী হয়েও ছোঁয় না মাছ-ভাত, গিলে রক্ত,
এদের ভুক্ষা পেটের তলদেশে প্রশান্ত পাইপ যুক্ত।
এরা খায়,
সকালের নাস্তায় চিবায় জাতির কলিজা
রাতের মদে দেশের জীবন বায়ূ ।
সারাদিনের জুসে পিষে মানবতার আয়ূ।
রাস এরা ছড়িয়ে আছে শহরে
দামি কাঁচে-মোড়া আলোয় ভরা মহলে
দারোয়ানের টাডি-পেশিল বহরে। কিন্তু .......... চলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।