আমাদের কথা খুঁজে নিন

   

এক ছিল আজা(রাজা),আণী(রাণী) আর ছিল আজিবর

ঘুমিয়ে পড়ার আগে......

নীলফামারী জেলার কোন এক গ্রামে থাকে আজিবর। মাটি কাটা তার কাজ। কিছু দিন আগে আজিবরের সাথে দশ,পোনের দিন থাকার সুযোগ হয়েছিল। আগে মনে করতাম শুধু রংপুরের মানুষ জন শব্দের প্রথমের 'র' কে 'অ' বলে যেমন 'রংপুর' কে 'অংপুর'। কিন্তু আজিবর সে ভুল ভেঙ্গে দিল।

আজিবর এমন সব জায়গায় 'র' কে 'অ' বলত যার কারণে শব্দের অথই পরিবতর হয়ে যেত। আজিবরের 'অ' কে 'র' করার জন্য আমাদের কত প্লান পোগ্রাম। আমরা দশ বার 'র' বললে সে অনেক কষ্টে হয়ত একবার বলতে পারে। তবে আমরা বেশ মজা পেতাম তার কথা শুনে। তবে আজিবরের হাসি আর থামত না মাহফুজ এর গল্প শুনে।

"এক ছিল আজা আর এক ছিল আণী। আণী একদিন আজা কে বলল আজা আজা তোমার মাথায় অনেক অক্ত। আজা বলে আরে এগুলো অক্ত না,অক্ত না,এগুলো হল অং অং। " (এক ছিল রাজা আর এক ছিল রাণী। রাণী একদিন রাজা কে বলল রাজা রাজা তোমার মাথায় অনেক রক্ত।

রাজা বলে আরে এগুলো রক্ত না,রক্ত না,এগুলো হল রং রং। ) আমাদের চট্টগ্রামের অনেকেই 'র' কে 'ল' বলে থাকে। "লাতিয়া লাতা কুরার লান দিয়েনে লান্ধিয়েনে খাইয়ুম" (রাতে রাতা কুরার(মোরগ ) রান দিয়ে রান্না করে খাব) আজিবরের সাথে হয়ত এই জীবনে আর দেখা হবে না,তবে আজিবর কে ভুলে যাওয়া কঠিন হবে। এখন সন্দেহ হচ্ছে তার নাম কি আসলেই "আজিবর না রাজিবর"!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।