আমাদের কথা খুঁজে নিন

   

মধুরাম মাধুর গুচ্ছ ছড়া



প্রতিদিনের মধুর সময় হয়ে গেছে শেষ সবই ভুলে এখন তুমি কাটাচ্ছো দিন বেশ। আজ এখানে কাল ওখানে ঘুরেছি দুজন কতো ঝগড়া করে বলেছি মোদের মনের কথা যত। চোখের জলে বসে দুজন গেঁথেছি প্রেমের মালা বুঝি এখন আসছে আমায় ভুলে যাবার পালা। ২ তুমি আজ কতো দূরে ভাবি বসে নিরালায় তুমি ছাড়া আমি আজ সীমাহীন নিরূপায় প্রাণ ভরে প্রেম দিয়ে কেনো তুমি আড়ালে সবকিছু নিয়ে মোর কেনো আজ হারালে? আর কবে পাব দেখা নাই তার কোনো ঠিক মন শুধু সারাক্ষণ খোঁজে তোরে চারিদিক। ৩ তোমার আমার মধুর মিলন ভাঙলো কঠিন ঝড়ে তোমার শোকে আমি আজ ভুগছি ভীষণ জ্বরে। জানি না কোন ভুলের মাশুল গুণছি বসে আজ তোমায় নিয়েই ভাবতে হয় ফেলে সকল কাজ। আমায় ছেড়ে চলে গেলে ভাবলে না আর কিছু তোমার দেয়া সকল শোক ছাড়ে না মোর পিছু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.