আমাদের কথা খুঁজে নিন

   

সা.ইনকে হুমকি-ধামকি: একটি বাজে উদাহরণ সুস্থ ব্লগিংয়ে! !!

অ আ ক খ

জনৈক ব্লগার সঙ্গত-কারনে কতৃপক্ষ কতৃক ব্যান করা আর এক সাম্প্রদায়িক ব্লগারকে আন-ব্যান করার জন্য পেশী-শক্তি প্রদর্শন, রাজনৈতিক হুমকি-ধামকি, এই ব্লগকে অচল করে দেবার হুমকি, এমনকি কতৃপক্ষকে প্রথম-আলোর সাংবাদিকের মত জেলের ভাত খাওয়ানেরও হুমকি দিচ্ছেন!! আমার প্রশ্ন হচ্ছে এই জাতীয় উস্কানীমূলক পোস্টের কারণ কি? ব্লগের সুস্থ পরিবেশকে অস্থির করে না তোলার জন্য সেই ব্লগারের প্রতি অনুরোধ রইল। আজকে উনি যেই পথ দেখালেন মাননীয় কতৃপক্ষকে হেয় এবং অপমান করে, সেই একই পথও হয়ত আরেকজনও অনুসরন করবে ভবিষ্যতে অন্য কোন অন্যায় অযাচিত আব্দার করে। তাই সেই ব্লগারকে অনুরোধ, আপনি যা করছেন তা ঠিক করছেন না। আপনি একটা বাজে উদাহরণ সৃস্টি করছেন এখানে। মাননীয় কতৃপক্ষকে বলতে চাই, আপনারা কোন রকমের হুমকি-ধামকিতে মাথা-নত করবেন না। আমাদের মত সাধারণ ব্লগার এবং আমরা যারা এই ব্লগকে ভালবাসি তাদেরকে সব-সময় পাবেন আপনাদের পাশে। একই-সাথে আমি উল্লেখিত চরম উস্কানীমুলক পোস্টের ব্যাপারে যথাবিহীত ব্যাবস্থা (নীতিমাল অনুসারে) গ্রহণের অনুরোধ করছি। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.