আমাদের কথা খুঁজে নিন

   

যে কারণে সাইনকে ভালো না বেসে থাকা যায় না ...



কিছুদিন আগে বর্ষসেরা লেখা নির্বাচন নিয়ে একটি পোস্ট দেয়া হল। দীর্ঘকাল সেটি চোখের সামনে লটকে রইল। প্রচুর ভোট, নিয়মিত আপডেট। মোটামুটি গণতান্ত্রিক একটা ব্যবস্থা। একজন আরেকজনের লেখার ব্যাপারে বলছেন, বিবেচনাসাপেক্ষ সেটিকে মনোনয়ন দেয়া হচ্ছে।

খুবই সুন্দর!!! শত ব্যস্ততার ফাঁকেও দিনে কম করে হলেও একবার করে ঐ পোস্ট খুলে পড়ি, খুঁজি আমার কোন লেখা নির্বাচিত হল কিনা। এবং প্রতিবারই হতাশ হই। এতো লেখা, এতো লেখক, আমার কোন নাম নাই। দুএকজন পরিচিত ব্লগার আছেন, তাদের ফোন দেই, কুশলাদি জানতে চাই। ঘুরিয়ে ফিরিয়ে বলি, আমার কোন লেখাটা যেন আপনার ভাল লেগেছিল? মনে আছে ঐ লেখাটার কথা? নিজের কোন ভাল লেখার কথা মনে করিয়ে দেয়ার উদ্দেশ্য একটাই।

যাতে করে ঐ ব্লগারের মনে হয়, তাইতো, রবির ঐ লেখাটা তো আসলেই ভাল ছিল। এটি ভেবে সে যদি, জাস্ট একবার বলে, অমুক লেখাটা মনোনয়ন পাক...একটা লিংক যদি সে দেয়... আমার সকল আকার ইঙ্গিত ব্যর্থ হয়। মনোনয়েনর তালিকায় নিজের নামটি আসেনা। শেষমেষ একজন ব্লগারকে ঝেড়ে কাশি। সরাসরি বলি, ভাই, আমার অমুক লেখাটার একটা লিংক দিয়া দাও না ... সেও আমাকে হতাশ করে ।

বলে , ভাই, বাসায় নেটের লাইন কাইটা গেছে। দেখি সময় পাইলে। আপনি , এক কাম করেন না.. নিজেই নিজের লেখার ব্যাপারে বলেন। হ্যাঁ, সেইরকম নজিরও আছে। তবে ছোটবেলা থেকে আমি খুবই লাজুক প্রকৃতির।

নিজের লেখার ব্যাপারে নিজের সুপারিশ করতে লজ্জা লাগে, সাহসেও কুলিয়ে উঠতে পারিনা। কিন্ত মানুষের শুভ বুদ্ধির উপর আমার অবিচল আস্থা । মনে হয়, একদিন কেউ না , আমার লেখার একটা লিংক দেবেই ... দিন যায়, অপেক্ষায় থাকি... বাঙালির শুভ বুদ্ধির উপর আস্থা কমে আসার আগেই, চট করে ঐ লটকে থাকা পোস্টটি কোথাও যেন উধাও হয়ে যায় ... আমার সকল টেনশন, প্রতীক্ষা কেমন যেন ফলাফলহীন ভাবে - গোলশূণ্য ম্যাচের মতো আচমকা শেষ হয়ে যায়। আজ সাইন খুলে দেখি, ব্লগ দিবসের ঘোষণা। যথারীতি সেটিও লটকে আছে সবার উচুতে।

পক্ষে, বিপক্ষে সমানে যুক্তি তর্ক চলছে। মনে হচ্ছে, বিটিভির বিতর্ক অনুষ্ঠানের লিখিত স্ক্রিপ্ট দেখছি। কেউ কেউ বলছেন, যারা শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য লোগেতে দেখাতে পারেন না, তারা কোন যুক্তিতে ... পুরো বিতর্ক ভালো করে বোঝার আগেই, সেই মাথার উপরে থাকা পোস্টের ঠিক ঘাড়ের উপরে আরেকটি পোস্ট স্টিকি হল। সেটি শহীদ বুদ্ধিজীবি দিবসকে ঘিরেই ... সারাদিন, এতো ব্যস্ততার পর , এতো কান্তির পর, অন্য কোথাও গেলে ভাল লাগেনা, সাইনের এইসব কান্ডকারখানা, এতো মজার, এতো উত্তেজনার ... আমি সত্যি সত্যিই বিমোহিত, বিনোদিত ... সাইনের পরবর্তী বিনোদনের অপেক্ষায় আছি ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.