আমাদের কথা খুঁজে নিন

   

পিনবন্ধুরা, তোমাদের খোঁচা বন্ধ করো না!

http://www.myspace.com/423882880/music/songs/31785002

এতো বছর ধরে তৈরি করা একটা জায়গা, যেখানে এসে ধুমিয়ে আড্ডা হয়, গল্প হয়, হাসতে হাসতে গড়াগড়ি হয়, চোখে পানি এসে যায়। যেখানে মাঝে মধ্যে গান হয়, অভিনয় হয়! কতো স্মৃতি, কতো আনন্দ! প্রথম আলোর সবচেয়ে পরিশ্রমী একটা টিম, রাতদিন, চব্বিশ ঘন্টাই যাদের মাথা কাজ করতে থাকে, কিভাবে আগামীকাল গোঁড়া, দুর্নীতির কবলে ধরাশায়ী, হতাশ সারাদেশের মানুষের মুখে হাসি ফোটাবো, মজা দিবো! পিনবন্ধুরা, যাদের খোঁচা দিয়ে ফুটিয়ে তোলে আরেকজনের চোখ, সজাগ করে বিবেক, তোমরা পিনের খোঁচা বন্ধ করো না! আসলে কিছু হয়নি। তোমরা যে মহান পেশায় ও নেশায় নিজেদের নিয়োগ করেছ তাকে কলংকিত কেউ করতে পারবেনা। আমরা চাইনা, প্রথমআলো কর্তৃপক্ষ আর ফেরেশতা মানসিকতার কিছু উগ্রবাদী মোল্লাদের সনাতন কাদাঁ ছোড়াঁছুড়িতে তোমাদের সৃষ্টি থেমে যাক! আরিফ,হয়তো ফান করার জন্যই ফান করেছে। শ্রীঘ্রই আরিফ হয়তো বুঝতে পারবে।

আরিফকে বুঝতে হবে দেশের শত্রু মিত্র, ধর্মের ভালো-মন্দ এবং চিনতে হবে ধর্ম ব্যবসায়ীদের। ইস্যু খুজেঁ বেড়ানো প্রবল মুর্খ ধার্মিক ও গোঁড়াদের সমালোচনা, বা তাঁদের প্রতি বিদ্রুপ আর নিজের বিশ্বাসের সাথে ঘাতকতা করা এক জিনিস নয়। আরিফ সব কিছু শ্রীঘ্রই বুঝে উঠুক। যে পিন সকল দুর্নীতিবাজ, রাজাকার, ধর্মান্ধতার বিরুদ্ধে উপযুক্ত ও সৃজনশীল অস্ত্র হয়ে উঠেছিলো, সে পিন যেন নিজেই অন্ধ না হয়ে যায়, গোঁড়া - অবিবেচক না হয়ে যায়। তোমাদের দরকার আছে।

তোমরা থাকো। তোমরাও মানুষ, তাই তোমাদেরও ভুল হতে পারে। কিন্তু ঘুমিয়ে পড়োনা। তোমরা ঘুমিয়ে পড়লে, পিনের খোঁচা বন্ধ হয়ে গেলে আমাদের বিবেক সারাজীবনের জন্য স্তব্ধ হয়ে যাবে। দিশেহারা হয়ে যাবে আমাদের ভিতরের অনুসন্ধিত্সু চোখ।

প্রথমআলোর আলপিনের সম্পাদক হোক কোনো মাওলানা। কিন্তু সেটা নিয়ে তোমরা হতাশ হয়ো না। তোমাদের পিনের খোঁচা বন্ধ করোনা, একদম না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.