আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
নির্মল সতজে কিছু ভেজো চুলে
হৃদয়রে আবগে পড়ছে ঝুলে
যেন সদ্য বৃষ্টি ধোয়া জুঁই ফুলে
পড়ছে জোছনার আভা বাধন খুলে ।
তুমি রুদ্ধতার, স্তব্দতার বিপরীতে স্বকন্ঠ গাওয়া আলোড়ন। তুমি শ্রাবনরে রিমঝিম র্গজনরে ..
সীমা দুরত্বে যদিও,
তুমি হৃদয়ের পুরুত্বে।
বাধা সমাজের
বেড়া অভাবের, যদিও
তুমি প্রেমের ঘনত্বে ।
জ্বালা মরুত্বে
ব্যথা অগুরুত্বে যদিও,
তুমি অস্তিত্বে , ব্যক্তিত্বে ।
সীমা দুরুত্বে যদিও
তুমি তবউ ন্ধদয়ের পুরুত্বে ।
জুড়ে, সুরে
আত্ব্যার সংগীতে
বাতাসের সুভাসের
ক্ষনে মনে
হৃদয়ের সজীবত্বে
অস্তিত্বে ব্যক্তিত্বে ,
যদিও সীমা দুরত্বে
তুমি হৃদয়ের পুরুত্বে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।