আমাদের কথা খুঁজে নিন

   

টুয়েন্টি২০: গ্ল্যামার গার্ল অফ ক্রিকেট?

দ্যা ব্লগার অলসো.....

পুরো ম্যাচে ফলাফল সমান-সমান। ম্যাচ গড়ালো টাইব্রেকারে। গোলকিপার প্রস্তুত, খেলোয়াড়রাও প্রস্তুত। ম্যাচের ফল নির্ধারিত হলো টাইব্রেকারে। ফুটবলে চিরাচরিত দৃশ্য।

কিন্তু ক্রিকেটের বেলায় এ দৃশ্য একেবারেই নতুন। নির্বাচিত পাঁচজন বোলার বোলিং স্টাইলেই স্ট্যাম্প হিট করবেন। যারা করতে পারবেন তারাই জিতবেন। ভারত-পাকিস্তান ম্যাচ মানে মল্লযুদ্ধ। ক্রিকেটপ্রেমীরা প্রত্যক্ষ করলো আরো একটি ক্রিকেট যুদ্ধ।

হলপ করে বলতে পারি এমন ম্যাচ সবসময় দেখা যাবেনা। কিন্তু ম্যাচের চাইতেও বড়ো ঘটনা হচ্ছে টাইব্রেকার। যারা দেখেছেন আমি মনে করি তারা ইতিহাসের সাক্ষী হয়ে রইলেন। প্রথম টুয়েন্টি২০ বিশ্বকাপ, প্রথম টাই ম্যাচ এবং প্রথম টাইব্রেকার! ভাবা যায়? এ টুর্নামেন্টকে ঘিরে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, টুয়েন্টি২০ কি ওয়ানডে ক্রিকেটকে নির্বাসনে পাঠাবে? গ্ল্যামারাস নতুন এ ফরমেট কি ক্রিকেটকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেবে? আপনাদের কি মনে হয়? (ছবিতে ভারতীয় খেলোয়াড় রবীন উথাপাকে স্ট্যাম্পে হিট করার পর দর্শকদের উদ্দেশে বো করতে দেখা যাচ্ছে। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।