জীবন েযখােন েযমন
এখন সময় হল বরিশালে যাওয়ার-
লঞ্চ নির্বাচন করবেনসুন্দরবন-০৭ অথবা সূরভী-০৭
বিকেলে করিডোরে বসে আড্ডা মারেবে আর বাদাম অথবা চানাচুর ভাজা খাবেন।
রাত ন টার দিকে খাবারের অর্ডার দিবেন, মুরগী ভুনা , ভর্তা, ভাজি ইত্যাদি
রাত দশটার পর-
কেবিনের দরজা খুলে রাখলে আপনি পাবেন হালকা ফুরফুরে বাতাস
রাতে করিডোরের চেয়ারে বসে নদীর দিকে কিছুক্ষন চুপ চাপ চেয়ে থাকবেন -দেখবেন চাদের আলো আলো আর পানির হালকা ঢেউ মলে কি অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়েছে। আপনি হারিয়ে যবেন সেই শৈশবের, কৈশরের নানান মিষ্টি মধূর স্মৃতির অতল গহবরে।
মাঝে মাঝে কবি ও হয়ে যেতে পারেন
রাত দশটার দিকে চা খেে নিবেন
একটা ম্যাগাজিন সাথে নিতে পারেন, রাতে যখন একা খাবেন একটু পড়ে নিতে পারবেন
মাঝে , মাঝে টিভি ছেড়ে ছবি দেখে নিতে পারেন
মোবাইল ফোনে পরিচিত জনদের সাথে গল্পগুজব করতে পারবেন
চলবে.............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।