স্বপ্নিল সময়ের সন্ধানে..
যখনই নিবিড় করে,
........পেতে চাই তোমাকে
তখনই দু'চোখ বুজি...... আমি।
নয়নে,স্বপ্নে দেখি,
.............শুধু তোমায়
বিরহ বরষা....মেঘেরই ছায়ায়....
তুমি যে রয়েছ,
.........অভিমানে
খেয়ালী জড়ানো
.........অনুরাগে
জীবন এখনও
......... গানে গানে
তোমারই কারন
.......... জুড়ে থাকে
তুমি কি তেমনি,
.......আজো আছো?
আমাকে নিরবে,
.......ভালোবাসো?
তুমি কি এখনও,
........সুরে বাজো?
আমারই ছবিটি,
.......বুকে রাখো?
এখনো ফোটে কি ফুল মাধবী লতায়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।