হৃদয়ে প্রলয়... তবু আমি এক নির্বাক মহীরুহ...
কষ্ট পরিধেয় আমার,
কষ্ট খাদ্য যেন
চর্ব্য-চোষ্য-লেহ্য,
কষ্ট প্রতি পদক্ষেপে-
তবু কষ্ট অনিবার্য।।
কষ্ট প্রসাধন তাই
কষ্ট কেশ-বিন্যাস,
কষ্ট পরিপাট্য;
কষ্ট দু:খ-বিলাস,
কষ্ট পার্থিব-চিত্রনাট্য।।
আজন্ম কষ্ট ঋণ
আমৃত্যু কষ্ট আরাধনা-
কষ্টের দেনা ভারে
কষ্ট পুনরায়,
কষ্ট জৈবনিক সাধনা।।
কষ্ট প্রশ্বাস আমার
কষ্ট ওতোপ্রতো,
কষ্টে বিধৌত ক্ষণ,
কষ্ট-প্রদাহ সয়ে
কষ্ট-অবগাহন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।