আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারঃ দিন বদলের সাথে সাথে শব্দার্থ এবং প্রয়োগের ব্যাপ্তি

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

রাজাকার শব্দটি বাংলা নয় । সম্ভবত উর্দু । যার অর্থ সম্ভবতঃ দেশপ্রেমিক(?)(না, বোধহয় স্বেচ্ছাসেবক,মন্তব্যে পাদটীকা ) ।

অতীতের মতোন আজও অবধি এই শব্দটি এখন বাংলাভাষায় অপরিহার্য তবে অর্থের ব্যাপকতা এবং তাৎপর্য বদলেছে । দিন বদলের সাথে সাথে তার অর্ধ পাল্টিয়েছে এবং তা আরো ব্যাপকতা লাভ করেছে । রাজাকার শব্দার্থ কোনভাবেই শুধু ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ব্যবহার হয়না । এবং এই শব্দের বিপরীত শব্দ কোনভাবেই মুক্তিযোদ্ধা নয় । তবে ইতিহাসের আলোকে অনেকেই হয়তো উদ্দেশ্য প্রণোদিত হয়ে এর বিপরীত শব্দ মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করার চেষ্টা করছে ।

তা অবশ্যই হাস্যকর । ইতিহাস সবসময়ই বিজয়ীদের কথা বলে । আর তাই আজ রাজাকার শব্দটি শুনতে ১৯৭১ গর্বিত রাজাকারেরও ভালো লাগে না । অথচ ১৯৭১ এ , মহান মুক্তিযুদ্ধের সময় সেই আল-বদর, আল-শামস আর রাজাকাররা কত আপনভাবে, কত ভালোবাসা নিয়ে এই শব্দগুলোর পদ মর্যদায় নিজেদের ভাবত । অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস একটি পরাজয় এই শব্দ গুলো কোথায় নামিয়ে এনেছে ।

এখন নিশ্চয়ই কোন রাজাকারও নিজেকে আর রাজাকার কিংবা দেশ প্রেমিক ভাবতে চায়না । রাজাকার শব্দটির অর্থ কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমুল পাল্টে গেছে । রাজাকার শব্দটির অর্থ কিন্তু ছিল ১৯৭১ এরপর বিশ্বাসঘাতক কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী । আজ এই একুশ শতকে এসে রাজাকার দ্বারা কোনভাবেই শুধুমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিরোধীদের বোঝায় না । এখন তার অর্থ অনেক ব্যাপক ।

হুমায়ুন আহমেদ তার নাটকে রাজাকার শব্দটির তাৎপর্যপূর্ণ ব্যবহার করেছিলেন স্রেফ গালি হিসেবে । শোনেন রাজাকার আর তাদের উত্তরসূরিরা , রাজাকার মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণে ব্যর্থ গোষ্ঠী যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আর এখন মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী । রাজাকারদের উত্তরসূরি ( যারা রাজাকারদের চেতনার উত্তরসূরি রক্তের উত্তরসূরিরা নয়) যারা সেই চেতনায় , আদর্শে বিশ্বাসী এবং যেকোন মৌলবাদী মানসিকতার , বিশ্বাসঘাতক আর এখনও ইসলাম আর পাকিস্থানকে এক ভাবে এবং ধর্মব্যবসায়ীরা । ব্লগারদের কাছে রাজাকার শব্দটির আরো তাৎপর্যপূর্ণ শব্দার্থ ,বিশ্লেষন ও প্রয়োগ আশা করছি ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।