ফেসবুকের 'লাইক' বিক্রির নামে প্রতারণায় নেমেছে একটি সাইবার ক্রিমিনাল চক্র। তাদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছেন ফেসবুক ব্যবহাকারী, পেইজ অ্যাডমিনসহ বিভিন্ন অর্গানাইজেশনের পেজ অ্যাডমিনরা। প্রতিনিয়ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চক্রগুলো হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রশাসনিকভাবে প্রতিরোধ করতে না পারার ফলে অনলাইনে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে কথিত 'লাইক বিক্রিকারী' প্রতারকরা।
অনুসন্ধানে জানা যায়, ফেসবুকে কথিত 'লাইক বিক্রিকারী' কয়েকশ পেজ গড়ে উঠেছে।
কথিত লাইক বিক্রিকারী পেজ অ্যাডমিনরা ফেসবুক ব্যবহারকারী, পেইজ অ্যাডমিন, ব্যবসায়িক পেজ এবং বিভিন্ন অর্গানাইজেশনের অ্যাডমিনদের 'লাইক' কেনার জন্য মেসেজ বা নিজস্ব ওয়ালে পোস্ট দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে। ওই পোস্ট বা মেসেজে প্রতি 'কে' (হাজার) লাইক দুইশ' থেকে চারশ' টাকা দরে বিক্রি করার প্রস্তাব দেয়া হয়। কোনো পেজ অ্যাডমিন লাইক কিনতে আগ্রহী হলে নির্ধারিত টাকার অর্ধেক বিকাশ করতে বলা হয়। টাকা বিকাশ করার পর ক্রেতার পেইজ বা ওয়েব সাইডে লাইক না দিয়ে ওল্টো তার ফেসবুক আইডি ও মোবাইল নাম্বার ব্লক করে দেয়া হয়। যাতে লাইক ক্রয়কারী ব্যক্তি কথিত ওই বিক্রেতার সাথে আর যোগাযোগ করতে না পারে।
ফেসবুকে লাইক কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন একটি চ্যারিটি অর্গানাইজেশনের পেজ অ্যাডমিন আহমেদ নাসিফ। তিনি প্রতারিত হওয়ার বিষয়ে বলেন, এক রাতে ফেসবুকে নিউজ ফিড চেক করছিলাম। হঠাৎ নজর পড়ল 'বাংলাদেশ পেজ অ্যাডমিন' (Bangladeshi Page Admin) নামে গ্রুপের একটি পোস্টের ওপর। পেজের ওয়ালে আশিক আহমেদ নামে একজন পেজ অ্যাডমিন পোস্ট করল- লাইক বিক্রি করবো। সত্যিকারের ক্রেতারা যোগাযোগ করুন।
এ পোস্ট দেখার পর তার সঙ্গে যোগাযোগ করি। যোগাযোগের একপর্যায়ে আশিক লাইক বিক্রি করার প্রস্তাব দিলে তা গ্রহণ করি। লাইক কিনতে অগ্রিম কিছু টাকাও বিকাশ করি। টাকা বিকাশ করার পর আশিক লাইক তো দেয়নি, উল্টো ফেসবুকে আমাকে ব্লক করে দিয়েছে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, 'লাইক বিক্রির করার নামে প্রতারণা করেছে এমন একটি মৌখিক অভিযোগ আমরা পেয়েছি।
প্রতারণা এ বিষয়টি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। এ চক্রের পেছনে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। '
সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার। ফেসবুক লাইক প্রতারণার বিষয়ে তিনি বলেন, 'কিছু কিছু সাইবার ক্রাইম প্রতিরোধ করার মত সক্ষমতা পুলিশের রয়েছে। ফেসবুকে লাইক বিক্রির নামে যারা প্রতারণা নেমেছে তাদের বিষয়ে তথ্য নেয়া হচ্ছে।
'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।