আমাদের কথা খুঁজে নিন

   

Memory card এর File hide(লুকান) কোনোপ্রকার software ছাড়া।পর্ব-২

আজকের tune টা বুঝতে হলে আপনাকে আগে পূর্বের tune টা দেখে আসতে হবে। তা না হলে বুঝতে অসুবিধা হবে।
 
আশা করি সবাই ভালো আছেন!আমার আজকের tune টাও Phoone এর memory card বিষয়ে। গত পর্বে বলেছিলাম যে কীভাবে memory card এর folder hide(লুকাতে) হয়!আজ তার পরের পর্ব। folder টা তো আপনার phone এ hide করলেন কিন্তুআপনি memory তে কিছু load দেওয়ার জন্য তা computer এ ঢুকান তখন তো এটা আর গোপন থাকে না।

কারন আপনার phone থেকে লুকানো সব folder computer এ show করে। এক্ষেত্রে আপনি একটা tricks use করতে পারেন সেটা হল। আপনার phone থেকে memory card এ যান যে file টিতে গোপন তথ্য আছে সেটা select করুন তারপর option এ যান এবং rename এ যান তারপর উক্ত file টির শেষে একটা( . ) শুধু ডট বসিয়ে দিন . এর পর অন্য কিছু লিখবেন না। আপনার কাজ শেষ এখন computer থেকে সেই folder টা তো open হবেই না এবং সেটা delete ও করা যাবে না। it’s 100% working বিশ্বাস না হলে কাছে phone & computer থাকলে এখনি পরীক্ষা করে দেখতে পারেন।


বিঃদ্রঃ-এটা আমি Nokia phone এ করেচি। অন্য phone এ করা যাবে কি না আমি জানি না!তবে Nokia তে হবে এটা ১০০%!
ধন্যবাদ সবাইকে। আগামি পর্বের আমন্ত্রণ রয়ল!
Facebook এ আমাকে http://www.facebook.com/kamrul88.kamal

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।