আমাদের কথা খুঁজে নিন

   

আমি বসে থাকি

/

আমার কিছু বলার নেই আমার কিছু শুনবার নেই তারপরও আমি অপেক্ষায় থাকি চেয়ারে,একাকী বারান্দায়। রোদেরা ঝুলে পড়ে নীলাভ রং নিষিক্ত হতে থাকে আমি ক্ষয় হতে দেখি আলোকের বর্ষীয়ান সন্ধ্যা খুড়ে খুড়ে আসে আমি বসে থাকি । আটপৌরে দিন নতুন পচাঁ ক্ষত আরো বেশী ক্ষত আরো বেশী দাগ ক্ষততে আমাতে সন্ধি আক্ষেপ নেই, কান্না নেই, যন্ত্রনা নেই আমি মেনে নিয়েছি সব সম্ভাব্যকে এটাই হবার কথা, তাই। শুধু বসে থাকি দাহ্য হতে অঙ্গার হতে হতে অবশেষ লাল লাল ছাই উড়বে বয়সী আকাশে আমি এই চেয়ারে বসে বয়সী হব কুয়াশা চোখ নিয়ে স্তব্ধ পঞ্জিকায় । আমি অপেক্ষায় থাকব সমস্ত সম্ভাব্যর দিকে অবশ্যম্ভাবী ইচ্ছেমৃত্যুর কাছে আমার কোন ক্লান্তি নেই, অস্হিরতা নেই আমি সবকিছু মেনে নিয়েছি, তাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।