আমাদের কথা খুঁজে নিন

   

তিনদিনে পিএইচপি শিখুন (২য় দিন)

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

{ যে কোন জিনিস আমি কম সময়ে শিখতে পারি তেমনি কম সময়ে ভুলে যেতে পারি এবং কোনো জিনিসই গভীরভাবে শিখি না । আর তাই এখানে প্রফেশনাল লেভেলের লেখা আশা করবেন না। } PHP তে HTML Embeded অবস্থায় থাকে বলে তাদের মিলে মিশেই ব্যবহার করা যায় তবে PHP বস মানুষ বিধায় তাকে সম্মান বেশি দিতে হয়। PHP ফাইলে HTML Embeded চলে কিন্তু HTML এ পিএইচপি চলে না। PHP এর কোড লিখতে নোটপ‌্যাডই যথেষ্ট।

চাইলে Macromedia Dreamweaver, TextPad, Notepad2 ইত্যাদি ব্যবহার করতে পারেন। নিচের কোডটি লিখে index.php নামে সেভ করে easyphp এর www ফোল্ডারে রাখুন এর পর ব্রাউজারে http://localhost/ ওপেন করুন: PHP Tutorial সব ঠিক থাকলে ব্রাউজারে My name is modon লেখাটি দেখাবে। Variable নিয়ে কাজ: PHPতে Variable নিয়ে কাজ করার বড় মজা হলো এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো আলাদাভাবে ডেটাটাইপ বলে দিতে হয় না। অর্থাত Integer, String, Float ইত্যাদি আলাদা করে বলতে হয় না। যেমন- রেজাল্ট দেখাবে My age: 16 আবার Result: 50 দেখাবে।

পিএইচপিতে $ সাইন দিয়ে ভ্যারিয়েবল ডিক্লিয়ার করা হয়। কখনও কখনও পিএইপি এর মধ্যে এইচটিএমএল ব্যবহারের দরকার হয় তখন এভাবে ব্যবহার করতে পারেন- অর্থাত ইনভার্টেড কমার মধ্যে এইচটিএমএল কোড লিখে ডট দিয়ে পিএইচপি কমান্ড লিখতে হয়। আমরা ওয়েব পেজে অহরহ ফরমে ডেটা ফিলাপ করে সাবমিট করছি। যেমন একটি ফরমে আপনার নাম এবং ফোন নাম্বার লিখে সাবমিট বাটনে ক্লিক করলে আরেকটি পাতায় আপনার নাম এবং ফোন নাম্বারটি দেখাবে। form.htm -------------- PHP Tutorial Your Name: Contact Number: result.php -------------- form.htm ফাইলটি ওপেন করে ফরমে আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে result.php ফাইলটি ওপেন হবে এবং সেখানে আপনার নাম এবং ফোন নাম্বার দেখাবে।

[আগামি পর্বে সমাপ‌্য। সেখানে কিছু ফাংশান এবং ডেটাবেজ নিয়ে আলোচনা করা হবে। ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।