আমাদের কথা খুঁজে নিন

   

কত যে বলেছি

কলপনার মাঝে ভেসে আছি

আপন বন্ধু ভেবে, চাঁদকে বলেছি,সে যেন আমায় বুঝে; তার মত যেন না দেয় পিছনে ঠেলে যেভাবে পাড় করেছি রাত,অশ্রু ফেলে। পরম নিদ্রাহীনতার অভাবে, তরুময় প্রান্তকে বলেছি,আমায় আশ্রয় দিতে। তার সুগন্ধে মিশানো,অঙ্গে ঢাকা সবুজে, যাতে পারি গা ভাসাতে,ভাবনার ধারায় অবুঝে। সুখ ভুলে নীরবে, কেঁদে আমি কত যে কোমল বাতাসকে বলেছি,তার মাঝে ভাসাতে, যাতে ভুলে যাই,সবকিছু হয়েছে,সে কাছে আসাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।