salman.mohammad999@gmail.com আজ ১১ টা ৩৬ এ কলেজ এর নিচে নামলাম ক্যান্টিন থেকে কিছু খাব বলে। হটাত অনেক গুলো চিৎকার শুনলাম । তারাতারি গেট এর কাছে যেয়ে দেখি দারোয়ান রা চিৎকার করছে আর কাকে যেন বাঁচানোর চেষ্টা করছে। আমি ভিতরে থাকায় বাইরে কি হচ্ছে টা দেখতে পারছিলাম না। ।
পরে শুনলাম ঢাকা কলেজ এর ছেলেরা নাকি কোন ছাত্র কে মারতে গেলে স্যার বাধা দেন তাই তারা স্যার কে মেরেছে। অইখান থেকে তখন এক ছাত্র কে দারোয়ান রা দেখি হাতে নাতে ধরে অফিস রুমে ঢুকিয়ে ফেলে যাতে কলেজ এর ছেলেরা মারতে না পারে । শুনলাম ও নাকি উদায়ন কলেজ এর ছাত্র.........।
স্যার এর গায়ে হাত তোলার খবর ক্লাস এ যেতে না যেতেই সব ছাত্র নেমে আসে স্যার রাও নেমে আসে। ( সিটি কলেজ এর গেট এ সব সময় ১২ থেকে ২০ জন স্যার থাকে যাতে কেও কিছু করতে না পারে) আমি দেখলাম সব ছাত্র রড এবং লাঠি নিয়ে রাস্তায় নেমে গেল আর গাড়ি ভাঙতে গেল ।
যারা গাড়ি ভাঙতে গিয়ে ছিল তারা সব জুনিয়র । স্যার এবং আমি সহ্য কয়ক জন মিলে তাদেরকে বাধা দিলাম যাতে গাড়ি না ভাঙ্গে। আমি ১০০ ভাগ নিশ্চিত যে কলেজ এর সামনে কোন গাড়ির গ্লাস ভাঙ্গে নাই। একটা গাড়িতে রড এর বারি লাগতে পারে। ।
আমরা সব গাড়ি পার করে দেই। আক্রমন কারি ছাত্র রা তখন পপুলার এর বিল্ডিং এ আশ্রয় নেয় তাই কয়কজন সেইখানে আক্রমন করে কিন্তু কাও কে না পাওয়ায় আর কিছু হয় নাই। । (পপুলার এর কাঁচ এত শক্ত যে রড দিয়ে বারি দিয়েও ভাঙ্গা যায় নাই)
এর কিছুক্ষণ পর মেইন রোডে ২ টা বাস ( মৈত্রী ) ২ টা বাস এর কাঁচ ভাংগা হয় ও একটা থ্রী হুইলের কাঁচ। স্যার রা বাধা দিলে সবাই আবার কলেজ এর সামনে চলে আসে।
পরে স্যার রা সবাই কে কলেজ এর ভিতর ঢুকায় দিলে তারা পিছনের গেট দিয়ে মেইন রোডে যেতে চাইলে পুলিশ একটা টিয়ার শেল্ল মারে কিন্তু শব্দ শুনে সবাই আবার গেট এ ধুকে পরে । আর স্যার রা গেট টা লাগায় দেয়। ( সময় টিভি তে এই ভিডিও টা আছে)
আক্রমন কারিরা ঢাকা কলেজ এর ছিল কিনা আমি জানি না কারন যাকে হাতেনাতে ধরা হয়ে ছিল সে উদয়ন এর ছাত্র ছিল। তার এত সাহস হবে না যে কলেজ এর ভিতর স্যার কে মারবে ঢাকা কলেজ এর ছাত্র দের ছাড়া।
আর কোন গাড়ি ভাঙ্গা হয় নাই।
( প্রাইভেট কার) । ১ টা cng এবং ২ টা মৈত্রী বাস এর কাঁচ ভাঙ্গা হইসে যা স্যার রা অনেক চেষ্টা করেও থামাতে পারে নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।