আমাদের কথা খুঁজে নিন

   

ওভারব্রীজের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকছে আকাশ

/

ওভারব্রীজের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকছে আকাশ অসংখ্য মানুষের ঢল দাড়িসহ, দাড়ি ছাড়া, লুঙ্গি পরা হেসে হেসে হাটু ভাঁজ করে অবলীলায় সেঁধিয়ে যাচ্ছে আকাশ প্রৌড়ের সাদা ধুতির তলায় । তিনি চিরকাল উচুঁ মঞ্চে থেকেছেন সফেদ শাড়িতে আরো উচুঁতে ছিল হাত তিনি হাত নেড়েছেন আর নিচে থাকা আমরা বলেছি বাহ ! কি সুন্দর ! আমরা হাটছি ওভারব্রীজের তলে হর্ণ, চিৎকার, পিচকারিতে মাখামাখি পায়ের তলায় বৃহৎ আকাশ দিচ্ছে হামা মুখে শিশুতোষ বুলি ওগো মা, ওগো মা আমরা কালেভদ্রে দেখেছি তাকে বর্জ্র ও বৃষ্টিতে মাটিতে মিশে যাওয়া আকাশ আমরা ফিরেও দেখি না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.