আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন হ্যাক্যার পুরস্কৃত

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

যুক্তরাষ্ট্রে অ্যাপলের যুগান-কারী মোবাইল ফোন ‘আইফোন’ আসতে না আসতেই শিকাগোর তরুণ হ্যাকার জর্জ হটজ আইফোনকে আনলক করে অন্য অপারেটরের মাধ্যমে ব্যবহার করতে সক্ষম হয়েছে। আর এই হ্যাকিং করে জর্জ পেয়ে গেছে একটি নতুন নিশান গাড়ি আর আট গিগাবাইটের তিনটি নতুন আইফোন। ঘটনা একটু খুলেই বলা যাক। চলতি বছর জুনে অ্যাপল তাদের সেরা মোবাইল সেট ‘আইফোন’ নিয়ে বাজারে আসে। একমাত্র অপারেটর হিসেবে দায়িত্ব দিয়ে দেয় ‘এটিএন্ডটি’ নামের একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানকে।

সে সময় অনেকের মতো সতের বছর বয়সী জর্জ হটজ একটি আইফোন কিনে নেয়। উদ্দেশ্য- ফোনটির দুর্বল দিক খুঁজে বের করা। এই সূত্রে জর্জের সঙ্গে অনলাইন ব্লগে পরিচয় হয় রাশিয়ার দুই তরুণ হ্যাকারের। ইন্টারনেটে বসেই আইফোন হ্যাকিংয়ের চেষ্টা করছিল ওরা। এই ত্রি-মাস্কেটিয়ার্সের সঙ্গে পরে যোগ দিল আরেক তরুণ আমেরিকান হ্যাকার।

আইফোনকে যে কোন মূল্যে আনলক করে অন্য নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারের চেষ্টায় আইফোনের সব সফটওয়্যার বুঝে নিল অক্লান- পরিশ্রমে। প্রতিদিন গড়ে আট ঘণ্টা অনলাইনে থেকে চার ‘হ্যাকার বন্ধু’ বের করে ফেলল আইফোনের দুর্বল দিকটি। এবার নতুন সফটওয়্যার তৈরি করে আইফোন আনলক করার পালা। আগস্টের শেষ দিকে তা সমাধা হতেই জর্জ আইফোন আনলক করে অপারেটর ‘এটিএন্ডটি’র প্রধান প্রতিদ্বন্দ্বী টি-মোবাইলের মাধ্যমে ফোনটি ব্যবহার করতে সফল হয়। এরপর জর্জ কার্টিসেল নামক একটি মোবাইল রিপেয়ারিং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে তারা জর্জের আইফোনের বিনিময়ে নিশান গাড়ি ও তিনটি নতুন আইফোন দেয়।

গাড়ির গর্বিত মালিক জর্জ ফোন তিনটি তার হ্যাকার বন্ধুদের পাঠিয়ে দিয়েছে। সুত্র: যুগান্তর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.