আমাদের কথা খুঁজে নিন

   

চর্তুমাত্রিক অবস্থান

/

এটা আমাদের পাওয়া না পাওয়ার হিসেব নিকেশ নয় কিংবা বয়সী মানুষের শুদ্ধ ভুলের সংখ্যাপাতন পৃথক মানবদ্বয়ের সমান্তরাল থেকে কৌণিক হবার জ্যামিতিক চিত্র, সময়কে ধরে চর্তুমাত্রিক তল । আক্ষরিকভাবে সম্ভব নয় কোনক্রমে আমাদের সাদা খাতায় দ্বিমাত্রিক তলে লিপিবদ্ধ করা বায়বীয় অবস্থানে ভূ-উপগ্রহের মত ঝুলে থেকে সমস্ত শব্দ তরঙ্গাকারে প্রেরণ করে পৃথক এন্টেনায়; সেখানে সমূহ গল্পের পাদটীকা পর্যবেক্ষণ বিশ্লেষণ অনুধাবনের যবনিকা; সমস্ত শেষে এক ধরনের যোগসূত্র সম্পূর্ণ পৃথক মানবদ্বয়ের বোধের একত্রীকরণ । অথচ আমরা জেনে গেছি বোধেরা চর্তুমাত্রিক খন্ডিত করলে পুরো পৃথিবী যাবে ভেঙ্গে মহাজাগতিক অনস্তিত্বে আমরা অবিশ্বাসী দ্বি-মাত্রিক তলে তাই অসম্ভব আমাদের পরিস্ফুটন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.