আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুবসত্য

কবিতা আমি লিখিনি কখনো, তবু মাঝে মাঝে মনের কথা বা ব্যথা গুলো লিখে রাখতে ইচ্ছা করে।তাই আর কি।

পারবেনা তুমি- যদি বদলে দিতে চাও সকল সত্য অনুভব; তুমি অক্ষম, মুছে দিতে- তোমার অলিন্দে আমার জন্য পড়ে থাকা এক টুকরো সুগন্ধী ভালোবাসা! পারবেনা......... কারণ, "ভালোবাসা",চন্দ্র-সুর্যের মতই ধ্রুবসত্য। সহশ্রাব্দ ধরে লালিত এক প্রতিশ্রুতিশীল প্রাচীন কম্পন- হাস্যকর হলেও-যা বাসা বাঁধে "নশ্বর" মানুষের হৃদয়ে! মৃত্যু- মরণশীল মানুষের এক অনিবার্য নিয়তি কিন্তু ভালোবাসা নয়! মানুষ, বিস্মৃতির অতলে তলিয়ে যায়; তবু আগামী প্রজন্মের জন্য রেখে যায়-এক আশ্চর্য উপহার, স্বয়ং ঈশ্বরপ্রদত্ত বরদান- "ভালোবাসা"। সময়ের কাঁটায় বদলে যায় পৃথিবী, বদলে যায় মানুষের ঢং; বদলে যাবে তুমিও! কিন্তু পশ্চিম দিগন্তের অস্তমিত সূর্য- রাতের তারার আকাশ; সেই পুরনো দিনের মত-আজো সত্য। তাই আমি আত্মবিশ্বাসী হয়ে তোমাকে ভালোবাসি এখনো-বারবার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।