সাধারণ মানুষ চমক পছন্দ করে উল্লেখ করে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ক্ষমতায় থেকে সাফল্য দেখানো সহজ নয়। তার পরও এবার চমক দেখানো হবে। তিন দিন পর সেই চমক দেখতে পাবেন।
আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জয় এ কথা বলেন।
আওয়ামী লীগের কয়েকটি সূত্র বলছে, রোববার থেকে সজীব ওয়াজেদ জয় নির্বাচনী প্রচারে নামবেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমি এসেছি দলকে সহযোগিতা করতে। আমি প্রচার চালাব। তবে আপাতত প্রার্থী হওয়ার পরিকল্পনা নেই। ’ প্রার্থী নির্বাচনে তাঁর ভূমিকা থাকবে না উল্লেখ করে জয় বলেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে জরিপ চলছে এবং তৃণমূলের সঙ্গে পরামর্শ করে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।
শুক্রবার মসজিদে যাওয়ার পরামর্শ
সজীব ওয়াজেদ বলেন, আমি তো সারা দেশে সফর করে অপপ্রচারের জবাব দিতে পারব না।
তাই বিরোধী দলের অপপ্রচারের জবাব দিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি শুক্রবার মসজিদে যাওয়ার পরামর্শ দেন।
৩০০ প্রার্থীর ৩০০ ফেসবুক পেজ
জয় বলেন, ‘প্রচারের অনেক পরিকল্পনা করা হয়েছে। ফেসবুকে যেমন আমার পেজ রয়েছে। ফেসবুকে আরও প্রচারের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা আছে ৩০০ প্রার্থীর ৩০০ ফেসবুকে পেজ খোলার।
এ জন্য একটি টিমও করা হয়েছে।
নমনীয়তা বাড়াতে হবে
‘আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠিক আছে, তবে আরেকটু নমনীয়তা দেখাতে হবে’—একজন সাংবাদিকের এমন পরামর্শের বিষয়ে জয় বলেন, ‘আমরা কারও প্রতি কখনো ঔদ্ধত্য নই। ক্ষমতায় থাকলে দলীয় কর্মকাণ্ড ধীর হয়ে যায়। তবে সেটা এখন আর নেই। ’
য় বলেন, ‘আমরা উড়ালসড়ক করছি।
অথচ পত্রিকায় প্রতিবেদন হচ্ছে এর জন্য মানুষের দুর্ভোগ বাড়ছে। অথচ এটি নির্মিত হলে কী উপকার হবে, সেটা বলা হয় না। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।