আমাদের কথা খুঁজে নিন

   

আরো ব্লগার প্রয়োজন প্রয়োজন নয়

আমি চিরন্তন মুক্তিকামী।

হিসাব মতে সামহ্যোয়ারে ব্লগারের সংখ্যা মোটামুটি ৫০০০ এর মত। প্রতিদিন অনেক লেখা প্রকাশ পায় আর অনেক মন্তব্যও হয়। এখন প্রশ্ন হলো ব্লগে কি আরো ব্লগার আনয়নের প্রয়োজন কিনা। নতুন ব্লগার আসলে সুবিধা হচ্ছে এখানে যা লেখা হচ্ছে তা মানুষ অনেক দ্রুত জানতে পারবে।

ফলশ্রুতিতে যারা ভালো লিখছেন তারা অনেক দ্রুত পরিচিতি পাবেন রাতারাতি বিখ্যাত হতে পারবেন। ব্লগের অনেকেই নিজেদের ব্লগের লেখা নিযে বই প্রকাশ করেছেন। ব্লগার যত বেশী বাড়বে এসব বইয়ের চাহিদাও তত বাড়বে। এভাবে দেশে ইন্টেলেকচুয়ালদের সংখ্যা বাড়বে। তাছাড়া ব্লগে জনসমাগম আরো বাড়লে খ্যাতিমান ব্লগারদের নগদ নারায়ণ প্রাপ্তির সম্ভাবনাও নাকি প্রচুর।

আবার অসুবিধাও অনেক আছে। ধরুন আপনি ব্লগে আপনার পরিচিত জনদের আসতে বললেন অথবা ইয়াহু মেসেন্জ্ঞারে ব্লগের এড্রেস লিখে চ্যাটিংরত মানুষদেরকে ব্লগে আসতে বললেন। এতে ব্লগে নানা ধরনের মানুষের আগমন ঘটবে। আরোর বেড়ে যাবে বিপরীত মতালম্বীদের ওপর আক্রমণ গালাগালি ইত্যাদি ইত্যাদি। এখন যারার ব্লগ ব্যাবহার করেন তাদের বেশীরভাগই উচ্চ শিক্ষিত।

তারপরও এই অবস্থা। থাহলে তখন কি হবে চিন্তা করুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।