মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) নেইমারের নৈপুণ্যে সহজেই ইউরোপের শক্তিশালী দল পর্তুগালকে ৩-১ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। একটি গোল করা ছাড়াও অন্য দু'টি গোলেও অবদান রাখেন ২১ বছর বয়সী নেইমার।
ম্যাচে অনেকবার পর্তুগালের খেলোয়াড়দের বাজে ফাউলের শিকার হন নেইমার। একবার তো তার মুখে কুনুই দিয়ে গুতো মারে ব্রুনো আলভেস।
ম্যাচ শেষে নেইমার সাংবাদিকদের বলেন, "এখন আমি শরীরে ব্যথা অনুভব করছি, কিন্তু তা চলে যাবে।
আমি সাধারণত এসব ফাউলে কোনো প্রতিক্রিয়া জানাই না। কিন্তু ওই ম্যাচে বাজে ফাউলগুলো আসলে ভালো কাজই করেছে, আমি ও আমার সতীর্থদের উদ্বুদ্ধ করেছে। "
ম্যাচে ব্রাজিলের খেলায় সন্তুষ্ট নেইমার, "ব্রাজিল ও পর্তুগাল মুখোমুখি হলে সবসময়ই দর্শনীয়। পর্তুগাল সবসময় একটি শক্তিশালী দল। কিন্তু আমি দলের খেলায় খুশি।
আমরা ভালো ফুটবল খেলতে পেরেছি। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।