আমাদের কথা খুঁজে নিন

   

কার্ফিউ জোকস



কৌতুক টা অনেক পুরানো, প্রায় সবাই জানেন। বর্তমান পরিস্থিতিতে না হয় আর একবার উপোভোগ করলেন... রাত ১০টা থেকে কার্ফিউ শুরু হবে। টাইট কার্ফু! নির্দেশ আছে কার্ফু ভঙ্গকারি কে দেখা মাত্র গুলি!! রাত ৯:৫০, রাস্তায় আর্মি নেমে গেছে। দুই সেনা সদস্য টহল দিচ্ছে কোন এক রাস্তায়। রাস্তা একদম ফাঁকা। কাক পক্ষিও নেই। ৯:৫৫ দেখা গেল এক লোক খুব দ্রুত হেটে বাড়ি ফিরছে। সেনাদের একজন তত্তখনাৎ (তখুনি) তাকে গুলি করে মেরে ফেলল!!! অপর সেনা সদস্য জিজ্ঞাসা করলো, কার্ফু শুরু হতে তো এখনও ৫ মিনিট বাকি.. তুমি ও কে গুলি করলে কেন? হত্যা কারী সেনা জবাব দিল, আমি ওকে চিনি, ওর বাসাও চিনি, ও কিছুতেই ৫ মিনিটে বাসায় ফিরতে পারতো না!!!!!!! Just kidding... enjoy!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।