আমি আরমান,আরমান ভাই। এই মুহূর্তে বিরাট টেনশনে আছি। তোমাদের জাতিগত দাঙ্গায় আমরা তোমাদের আশ্রয় দিয়েছিলাম,এখনও দিচ্ছি। এ যেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। কারন,আমরা বাঙালিরা,নিজেদের সমস্যা থেকে পরের সমস্যা নিয়ে ভাবতে বেশী পছন্দ করি।
তোমাদের রাজ্যে গনহত্যাতে আমাদের চেয়ে প্রতিবাদমুখর যেন কেউ হয় না। নির্যাতিতদের কল্পিত মা,বাবা ভাই বা বোনের আসনে বসিয়ে দিই।
কিন্তু- হয়তোবা মনে মনে তোমরা আমাদের কাজগুলোকে তামাশা হিসেবে দেখো। ভিতরে বলো-"শালা বাঙ্গালির জাত,যত পারো মারো পাত"।
খবর-বরগুনার পাথরঘাটায় তিন রোহিঙ্গা জলদস্যু কুপিয়ে হত্যা করেছে ১১ বাঙালি জেলেকে।
কারন বাঙালি জেলেরা তাদের মাছ ধরতে বাঁধা দিয়েছিলো। ব্যস,এতটুকুই।
ফলাফল- রাতের আঁধারে নৌকোয় ঘুমন্ত ১১ জেলের মৃত্যু। (উৎস-আর টিভির দুপুরের সংবাদ)
নাহ। এরপর হত্যা আর চোরাচালান ও মাদকব্যবসায়ী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে অন্তত আমি সমর্থন দিবো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।