নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .
অফিসে আমার ওয়ার্ক স্টেশন থেকে বসের ওয়ার্ক স্টেশনটি খুব বেশী দুরে নয়, বসে থেকেই তার পিসি’র মনিটর দেখা যায়। পিসিতে বসের তেমন কোন কাজ থাকেনা, যা করেন শুধু নেটেই সময় কাটিয়ে দেন। হয়ত কিছু পত্রিকার সাইট বা শেয়ারের সাইটগুলোতেই তার বিচরণ বেশী। অন্য কোন সাইটে ঢুকেন কিনা খেয়াল করে দেখিনি, বসের বয়সও খুব একটা বেশী না, বিয়ে করেছেন, বাচ্চা-কাচ্চাও আছে, তবে মনের দিক থেকে যেমন রঙ্গিন তেমন তরুণ।
কাল বেশ খেয়াল করেছি তার পিসি কিছুক্ষন পরপরই রিস্টার্ট হচ্ছে, এই খোলা এই রিস্টার্ট। বিষয়টা আজ আরও তীক্ষèভাবে খেয়াল করলাম, সন্দেহটা আরো তীব্র হল যখন জানতে পারলাম ভাইরাস এফেক্টেড না হয়েও পিসি বারবার রিস্টার্ট নিচ্ছে। কৌতুহলীও হলাম, ব্যপারটা কি দেখার জন্য, কাজ করছি আর উকি দিয়ে দেখার চেষ্টা করছি মূল ব্যপারটা কি?
যা দেখলাম, তিনি বারবার "Adult Friend Finder" আর একবার "Myspace" ব্রাউজ করছেন, আর যখনই অসংলগ্ন ছবি আসছে, সেটা লুকাতেই রিস্টার্ট করছেন, তাও হাত দিয়ে নয় সিপিউটা এমনভাবে করেছেন, পা দিয়েই রিস্টার্ট প্রেস করছেন।
বসের এ ভিমরতি দেখে আমার মাথা খারাপ হওয়ার উপক্রম, এই বয়সে বস "Adult Friend Finder"-এ ফ্রেন্ড খুজতাছে, না জানি আমাদের বয়সে বস কি ছিলেন, নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর খোজার চেষ্টা করি।
আসলে বয়সটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হল মনটা, মন ঠিক তো দুনিয়া ঠিক, আমার বসের কথাই ধরুন যে এই বয়সে "Adult Friend Finder" ভিজিট করতে পারেন তার মনের রঙ্গিন ভুবনটা একবার চিন্তা করুন, রঙ্গের কিরকম ঘনঘটা !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।