আমাদের কথা খুঁজে নিন

   

" আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে " কিংবা মিথ্যা ইতিহাসের কালো চাদরে চোখ ঢেকে রাখতে । শিরোনামটা এমন হলেই নিরপেক্ষ হতো । আর শিরোনামই কি বলে দেয় না, সত্য ইতিহাস জানার অনিচ্ছা !! বৃক্ষ তোমার নাম কি ? ফল

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

১৫ আগষ্টের ভাবনা: আমরা সঠিক ইতিহাস জানতে চাই। চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে । নাকি ১৫ আগষ্টের ভাবনা: আমরা সঠিক ইতিহাস জানতে চাই।

চাই না কারো প্রতি অকারন মুগ্ধতা নিয়ে অন্ধ সেজে বসে থাকতে কিংবা মিথ্যা ইতিহাসের কালো চাদরে চোখ ঢেকে রাখতে । শিরোনামটা এমন হলেই নিরপেক্ষ হতো । সত্য জানার আকাংক্ষা । কিন্তু শিরোনামই কি বলে দেয় না, সত্য ইতিহাস জানার অনিচ্ছা !! বৃক্ষ তোমার নাম কি ? ফলে পরিচয় । "..বয়স্কদের কাছে জানতে চাইলেই যে কেউ এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

বাস্তবতা হলো শেখ মুজিবের মৃত্যুতে দেশের একটি কুকুর বেড়ালও কাঁদেনি। চায়ের দোকানদাররা নাকি বলেছে, "ঐ শেউখ্যায় নাকি মইরা গ্যাছে?" কতটা অবজ্ঞা! " তাহলে কি কেঁদেছে গোআ ,নিজামীরা ?? ইতিহাস জানতে এমন সংগৃহীত তথ্য উপাত্ত দেয়ার মানে কি নাকি সত্য ইতিহাস গ্রহণের ইচ্ছা নাই... ছাগু আসলে সমস্যাটা কোথায়?? তোমার নিজামী, গোআ আব্বুরা তো সূর পাল্টিয়ে নানা কথা বলছে আর তুমি সেই আদি কায়দা ধরে রেখেছ । ব্যক্তিগত পচ্ছন্দ অপচ্ছন্দ থাকতে পারে । কিন্তু এমন হাস্যকর নির্লজ্জ মিথ্যা বললে কি লাভ ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।