আমাদের কথা খুঁজে নিন

   

ব্লঘ ভরিয়া গেচে হরিদাস পাল-১৭

<ংপৎরঢ়ঃ ংৎপ

যুদ্ধের মাজে আসেন খুজে জাহলিয়াত আমরা আমেরিকা যাবো, আমেরিকা ফাইন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহন করবো, আর আমেরিকা তারে ডিফেন্ড করলে তার দোষ খুজবো। আজকা সকালে আইসা এ লেকা পইড়া বড় মজা পাইলাম। সিঃহপুরি সিভিলিয়ান ক্যাসুয়ালটিতে বড় ক্ষেপা, যদিও সিভিলিয়ান ক্যাজুয়ালটি রিগ্রেটেবল বাট আন এভডয়েবল ইন এ গেরিলা ওয়ার। ইরাকী সন্ত্রাসীরা লুকায়া তালে সাধারন মানুষের মাজে, এ সন্ত্রাসীরা আবার ইসলামের কতা কয়, মাগার সাধারন মানুষরে হেরা আবার বিপদে ফালায়। রাসুল প্রচুর যুদ্ধ করসেন, তরবারীর মাধ্যমে ইসলাম কায়েম হইসে প্রাথমিক যুগে কতাটা আবার মিসা না ।

এরকমই এক যুদ্ধ খাইবারে যুদ্ধ কিচু ইহুদি গোত্রের লগে। যুদ্ধে ইহুদিরা হারলো। সন্ধি চুক্তিতে বলা হলো , যে খাইবারের সকল জমি মুসলমানরা পাইবো আর ইহুদিরা ভাগ চাযী হইবো আর আদ্দেক ফসল দিবো মুসলমানগো। সমস্যা বানু নাদির গোত্র লইয়া হেগো ওপর রাসুল খেপা আসিল কারন হেরা আগে দুই নাম্বারি করসিল । ষো শান্তির দুত রাসুল সকল বানু নাদিরের পুরুষদের হত্যার হুকুম দিলেন।

সকলরে মাইরা ফালানো হইলো। মেয়ে আর শিশুদের দাস হিসাবে ভাগ করা হলো যোদ্ধাগো মাঝে । মারা হইলো হজরত সাফায়া বিনট হুইয়ারের স্বামী আর বাপরে। এরপর সেদিন রাসুল হজরত সাফায়া বিনট হুইয়ারের বিবাহ করলেন এবং যুদ্ধের পরের তিন রাত বাসর উদযাপন করলেন। সো আমাগো সিংহপুরির শান্তির দূত রাসুল ১।

পুরা একটা গোত্রের পুরুষ মাইরা ফালালেন ২। একটা ১৭ বছরের মেয়ের বাবা আর স্বামী মারলেন ৩। সেদিন তাকে বিবাহ করলেন ৪। তার শোকের সময় তার সাতে বাসর পালন করলেন বেশ শান্তির দূত। শোনের সিঃহপুরি, যুদ্ধের সময় অনেক খারাপ কাম হয়।

মাগার তাই তারে যুদ্ধ কয়। মাগার ইরাকে যা ঘটসে সেটা ভুল তেকে একানে নিয়মতান্ত্রিক ভাবে আমেরিকা বাহিনী একটা গোত্ররে মারাতাসেনা। সেটা করতাসে আপনার শান্তির ধর্মের অনুসারি শিয়া আর সূন্নিরা। আর আমেরিকা আইসা যে ক্যালিফোরনিয়ান সরকারের টেকা দিয়া পড়বেন, মনে রাইকেন ষ্টেট ট্যাক্সের বড় অংশ আসে মারনাষ্ত্র বানানো কোম্পানি তেকে। সচলায়তনের সকলরে আজকা দেকলাম হিপোক্র্যাট কইয়া গালি দিলেন।

আমি গালি দিমুনা, কমু ব্লগ ভরিয়া গিয়াচে হরিদাস পালে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.